গুজরাতে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নরেন্দ্র মোদী। —ফাইল চিত্র।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেই জাতীয় দুর্যোগ মোকাবিলা কর্তৃপক্ষ বা এনডিএমএ-র চেয়ারম্যান। কিন্তু তিনি কি নিজেই এনডিএমএ-র নির্দেশিকা মানেননি?
নরেন্দ্র মোদী-অমিত শাহর নিজের রাজ্য গুজরাত করোনায় মৃত্যুর সংখ্যায় মহারাষ্ট্রের পরেই দ্বিতীয় স্থানে। আজ বিরোধীরা অভিযোগ তুলেছেন, এনডিএমএ-র নির্দেশিকা না মেনে মোদীর ‘নমস্তে ট্রাম্প’ অনুষ্ঠানেরই খেসারত দিতে হচ্ছে গুজরাতবাসীকে। আজ সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি অভিযোগ করেছেন, ৪ ফেব্রুয়ারি এনডিএমএ করোনা রুখতে স্পষ্ট ভাষায় ভিড় এড়িয়ে চলার নির্দেশ দিয়েছিল। মোদী নিজেই এনডিএমএ-র চেয়ারম্যান। তা সত্ত্বেও ২৪ ফেব্রুয়ারি সেই নির্দেশিকা না মেনে এক লক্ষ লোককে জড়ো করে ‘নমস্তে ট্রাম্প’-এর আয়োজন হয়।
গুজরাতে মোট করোনা-আক্রান্তের সংখ্যা ১২,১৪০। মহারাষ্ট্র ও তামিলনাড়ুর পরেই। মৃতের সংখ্যা ৭১৯, সেখানে সে মহারাষ্ট্রের পরেই দ্বিতীয় স্থানে। আজ কংগ্রেস নেতা অভিষেক মনু সিঙ্ঘভি বলেন, ‘‘মোদী সরকার পরিকল্পনা ছাড়াই লকডাউন জারি করেছে। তৃতীয় দফার লকডাউনের মধ্যেই করোনা-আক্রান্তের সংখ্যা ২৮ হাজার থেকে ১ লক্ষে পৌঁছে গিয়েছে।’’ অথচ সিঙ্ঘভির অভিযোগ, কেন্দ্রের নিজস্ব টাস্ক ফোর্স ও নীতি আয়োগের সদস্যই দাবি করেছিলেন, ১৬ মে-র পরে আর কোনও নতুন সংক্রমণে ঘটবে না। তাঁর প্রশ্ন, ‘‘সরকার কি অটোপাইলটে চলছে? নাকি নির্লজ্জের মতো মানুষকে ভুল পথে চালিত করছে এবং তার জন্য ক্ষমাও চাইছে না?’’