Coronavirus

কেরল, মহারাষ্ট্রে বেড়েই চলেছে সংক্রমণ, ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত ১২ হাজারের বেশি

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক প্রকাশিত শেষ বুলেটিনে দেখা গিয়েছে, দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১ লক্ষ ৩৭ হাজার ৩৪২ জন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২১ ১০:৩৭
Share:

গ্রাফিক: নিরুপম পাল

নতুন করে মহারাষ্ট্র ও কেরলে মাথাচাড়া দিয়েছে করোনাভাইরাসের সংক্রমণ। শেষ ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১২ হাজার ৮৮১ জন। তার মধ্যে এই দুই রাজ্যেই ৯ হাজার ৬৭৯। বাকিটা সারা দেশে। গত বছর যখন প্রথম করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ে, তখনও কেরল ও পরে মহারাষ্ট্রে অত্যাধিক সংক্রমণ দেখা গিয়েছিল। এই বছরের শুরুতে যেন সেই ছবিটাই ফিরে আসছে।

Advertisement

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক প্রকাশিত শেষ বুলেটিনে দেখা গিয়েছে, দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১ লক্ষ ৩৭ হাজার ৩৪২ জন। এখনও পর্যন্ত মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৯ লক্ষ ৫০ হাজার ২০১। শেষ ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১২ হাজার ৮৮১ জন।

দেশে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১ কোটি ৬ লক্ষ ৫৬ হাজার ৮৪৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১১ হাজার ৯৮৭ জন আক্রান্ত। শেষ ২৪ ঘণ্টায় মৃত্যুর সংখ্যায় খুব একটা পরিবর্তন হয়নি। এখনও পর্যন্ত দেশে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১ লক্ষ ৫৬ হাজার ১৪ জনের। শেষ ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১০১ জনের।

Advertisement

এ দিকে ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকা থেকে আগত প্রজাতির সংক্রমণ আটকাতে নতুন করে ব্যবস্থা নিয়েছে কেন্দ্রীয় সরকার। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে একটি নির্দেশনামা জারি করা বলা হয়েছে, বিশ্বের বেশ কয়েকটি নির্দিষ্ট স্থান থেকে আসতে হলে করোনার আরটিপিসিআর টেস্ট রিপোর্ট নেগেটিভ থাকতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement