Coronavirus in India

করোনা-আতঙ্কে কমেছে খরচ, থমকে বৃদ্ধির হার

করোনার সংক্রমণ কমলেই অর্থনীতিকে চাঙ্গা করতে নরেন্দ্র মোদী সরকার আরও এক দফা দাওয়াই ঘোষণা করতে পারে বলে আজ ফের সরকার ইঙ্গিত দিল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ অগস্ট ২০২০ ০৩:২১
Share:

ছবি: সংগৃহীত।

সরকারের ঘর থেকে ভাতা-ভর্তুকি-অর্থ সাহায্য বাবদ অ্যাকাউন্টে পৌঁছে গিয়েছে। কিন্তু তার মধ্যে শতকরা ৪০ ভাগই খরচ হয়নি। টাকা খরচ হলে বাজারে চাহিদা বাড়ত। অর্থনীতিও চাঙ্গা হত। কিন্তু প্রাপকরা সেই টাকা ব্যাঙ্কেই জমিয়ে রেখেছেন।

Advertisement

এই পরিস্থিতিতে করোনার সংক্রমণ কমলেই অর্থনীতিকে চাঙ্গা করতে নরেন্দ্র মোদী সরকার আরও এক দফা দাওয়াই ঘোষণা করতে পারে বলে আজ ফের সরকার ইঙ্গিত দিল। অর্থ মন্ত্রকের কর্তাদের মতে, করোনা ও তার ধাক্কা নিয়ে মানুষের মনে আতঙ্ক কমা দরকার। তা হলেই মানুষ ফের হাত খুলে খরচ করবে।

আজ অর্থমন্ত্রী নির্মলা সীতারামন শিল্পমহলের সঙ্গে আলোচনায় আশ্বাস দিয়েছেন, কাঠামোগত সংস্কার সরকারের অগ্রাধিকারের তালিকায় রয়েছে। তাঁর মন্ত্রকের ব্যয়সচিব টি ভি সোমনাথন জানিয়েছেন, সরকার দ্বিতীয় দফা দাওয়াইয়ের কথা ভাবছে। কিন্তু তার সময়টা খুবই জরুরি। কারণ মানুষের মনে আতঙ্ক থাকার ফলে সরকার অর্থনীতি চাঙ্গা করার দাওয়াই দিলেও তার সীমাবদ্ধতা থেকে যাচ্ছে। তিনি বলেন, অর্থনীতির কর্মকাণ্ড স্বাভাবিক গতিতে চলছে না। কিন্তু তার সঙ্গে সরকার কী করেছে না করেছে, তার সম্পর্ক নেই। কারণ হচ্ছে মানুষের মনে আতঙ্ক।

Advertisement

আরও পড়ুন: ভাল থাকার পথ বলবে কমিটি

আরও পড়ুন: পর্যটনে কাজহারা কয়েক কোটি

সোমনাথনের যুক্তি, দেশের বহু জায়গায় স্বাস্থ্য পরিস্থিতি এখনও স্পর্শকাতর অবস্থায় রয়েছে। ফলে সিনেমা হল, শপিং মল, রেস্তরাঁর মতো ক্ষেত্রে ব্যবসা প্রায় বন্ধ। সরকার নির্দেশ দিলে বা আর্থিক দাওয়াই দিলে এ সব জায়গায় ব্যবসা-বাণিজ্য স্বাভাবিক হবে না। আগে মানুষের মন থেকে আতঙ্ক কাটাতে হবে। তার পরে সরকার কিছু পদক্ষেপ করতে পারে। হোটেল-পর্যটন-বিমান-আবাসনে তুলনামূলক ভাবে বেশি ধাক্কা লাগায় সরকারের রাজস্ব আয়েও ধাক্কা লেগেছে বলে শিল্পমহলের সঙ্গে বৈঠকে অর্থমন্ত্রী মেনে নিয়েছেন।

অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠকে সিআইআই সভাপতি উদয় কোটাক বলেছেন, এপ্রিল-মে মাসের তলানি দশা থেকে অর্থনীতির কিছুটা উন্নতি হয়েছে ঠিকই। কিন্তু বিভিন্ন রাজ্যে স্থানীয় স্তরে লকডাউনের ফলে পণ্য পরিবহণে বাধা আসছে। অর্থমন্ত্রী আশ্বস্ত করে বলেন, এক রাজ্য থেকে আর এক রাজ্যের পণ্য চলাচলে যাতে কোনও বাধা না আসে, তার জন্য রাজ্যগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু ব্যয়সচিবের মতো তিনিও মেনে নিয়েছেন, করোনার অতিমারির জন্যই কর্পোরেট করে কাটছাঁট করা সত্ত্বেও নতুন লগ্নি বাড়তে পারেনি। প্রথম আর্থিক প্যাকেজে নির্মলা ৩ লক্ষ কোটি টাকার ঋণ গ্যারান্টি প্রকল্প ঘোষণা করেছিলেন। যাতে ছোট-মাঝারি শিল্পগুলি ফের কাজ শুরু করতে বিনা বন্ধকে ঋণ পেতে পারে। তার পরিধি আরও বাড়াতে প্রয়োজনীয় রদবদল করা হবে বলেও অর্থমন্ত্রীর আশ্বাস।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement