ষাঁড়ের শেষযাত্রায় মানুষের ঢল। ছবি: টুইটার থেকে নেওয়া।
করোনাভাইরাসে পরিবারের সদস্য মারা যাওয়ার পরও অনেক জায়গায় দেহ নিতে যাচ্ছেন না কেউ। আর কোথাও আবার ষাঁড়ের মৃত্যুর পর তার শেষকৃত্যে কয়েকশো মানুষ জড়ো হচ্ছেন। লকডাউনের মাঝেই এমন ছবি দেখা ধরা পড়ল তামিলনাড়ুতে।
তামিলনাড়ুর মুধুবারাপট্টি নামে এক গ্রামে বুধবার এই ঘটনা ঘটে। সেখানে জাল্লিকাট্টুর একটি ষাঁড়ের মৃত্যু হয়। তামিলনাড়ুর জনপ্রিয় উৎসব জাল্লিকাট্টুতে অংশ নেওয়া ষাঁড়দেরও খুব কদর মানুষের কাছে। তেমনই একটি ষাঁড়ের মৃত্যু হওয়ার পর তার শেষযাত্রায় সামাজিক দূরত্ব বজায় না রেখেই অংশ নেন কয়েকশো গ্রামবাসী। সে ছবিই ধরা পড়ছে উপস্থিত কারও ক্যামেরায়। পরে সেই ভিডিয়ো ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়।
ভিডিয়োতে দেখা যাচ্ছে, ষাঁড়টিকে ভ্যানের মতো কোনও গাড়িতে চাপানো হয়েছে। তার উপর ফুল, মালা দেওয়া হয়েছে, ধূপ জ্বলছে। আর সামনে, পিছনে, চার পাশে কয়েকশো মানুষ রীতিমতো শোভাযাত্রা করে এগিয়ে চলেছেন তার শেষকৃত্য সম্পন্ন করতে।
আরও পড়ুন: সানি লিওনি কী দিয়ে মাস্ক বানিয়েছেন জানেন?
এই গ্রামবাসীদের পরস্পরের থেকে দূরত্ব রাখা তো দূরের কথা, কারও মুখেই প্রায় কোনও আবরণ নেই। সবাই একসঙ্গে এ ভাবেই চলছেন।
আরও পড়ুন: শিশুদের খেলার ভিডিয়ো পোস্ট করে করোনা রোখার বার্তা প্রধানমন্ত্রীর
তামিলনাড়ুতে প্রায় সাড়ে বারোশো মানুষের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার ঘটনা সামনে এসেছে। তাও মানুষ যে সতর্ক নন, বার বার সেই ছবি সামনে আসছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকেই লকডাউন ভাঙার এমন ছবি উঠে আসছে মাঝে মাঝেই।
দেখুন তামিলনাড়ুর সেই ভিডিয়ো:
(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)