ছবি: সংগৃহীত।
করোনাভাইরাসের প্রভাব বিচার ব্যবস্থাতেও। সতর্কতার কারণে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে জরুরি মামলাগুলির শুনানি হবে বলে সোমবার জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। কোর্ট চত্বরে ভিড় এড়াতেই এই সিদ্ধান্ত। করোনাভাইরাস মোকাবিলায় শীর্ষ আদালতের কী ভাবে কাজ করা উচিত, সেই আলোচনা করার জন্য রবিবার রাতে জরুরি বৈঠক ডাকেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এস এ বোবডে। বৈঠকে বিচারপতিরা ছাড়াও উপস্থিত ছিলেন এমস, আইসিএমআর-এর চিকিৎসকেরাও। সেই বৈঠকেই সিদ্ধান্ত হয় আপৎকালীন পরিস্থিতিতে আদালত আপাতত বন্ধ থাকবে। কিন্তু অতি জরুরি কিছু মামলার জন্য আদালতের কাজ পুরোপুরি বন্ধ রাখা যাবে না। তাই সেই জরুরি মামলাগুলির শুনানি হবে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে। বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় জানিয়েছেন, মানুষের সঙ্গে মানুষের সংযোগ কমানোর জন্যই এই সিদ্ধান্ত। আইনজীবীরা আপাতত যে কোনও মামলার ই-ফাইলিং করতে পারবেন।
করোনা সতর্কতার জেরে সুপ্রিম কোর্টে ৬টি বেঞ্চে ১২টি করে জরুরি মামলার শুনানি করার সিদ্ধান্ত নিয়েছে সুপ্রিম কোর্ট।