Coronavirus in India

ব্রিটেনের নয়া করোনা স্ট্রেন নিয়ে জরুরি বৈঠক তলব স্বাস্থ্যমন্ত্রকের

রবিবারই ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, দক্ষিণ ইংল্যান্ডের কিছু এলাকায় করোনা ভাইরাসের নতুন একটি প্রজাতি পাওয়া গিয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২০ ডিসেম্বর ২০২০ ২২:২৩
Share:

শঙ্কা বাড়াল ব্রিটেনে করোনার নতুন স্ট্রেন।

করোনার নতুন স্ট্রেন (প্রজাতি) আতঙ্ক জাগিয়েছে ব্রিটেনে। তা নিয়ে এ বার ভাবনায় ভারতও। পরিস্থিতি খতিয়ে দেখতে সোমবার জরুরিভিত্তিতে বৈঠক তলব করল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। ওই বৈঠকের ডাক দিয়েছে দেশের করোনা পরিস্থিতির উপর নজর রাখা জয়েন্ট মনিটরিং গ্রুপ।

Advertisement

সম্প্রতি ব্রিটেনে লাগামছাড়া পর্যায়ে পৌঁছে গিয়েছে করোনা সংক্রমণ। পরিস্থিতি যে নিয়ন্ত্রণের বাইরে তা স্বীকার করে নিয়েছে সে দেশের স্বাস্থ্যমন্ত্রকও। আতঙ্কে ব্রিটেনের বিমানের উপর নিষেধাজ্ঞা জারি করেছে ইউরোপের বহু দেশই। পরিস্থিতি সামাল দিতে রবিবার থেকে দক্ষিণ-পূর্ব ইংল্যান্ড এবং লন্ডনে নতুন করে শুরু হয়েছে লকডাউন। তার ভিত্তিতেই সোমবার ওই বৈঠক ডেকেছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। জয়েন্ট মনিটরিং কমিটিতে রয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-র ভারতে নিযুক্ত প্রতিনিধি রডরিকো এইচ অফরিন-ও। সূত্রের খবর, তিনিও ওই বৈঠকে উপস্থিত থাকতে পারেন।

রবিবারই ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রক জানিয়ে দিয়েছে, দক্ষিণ ইংল্যান্ডের কিছু এলাকায় করোনা ভাইরাসের নতুন একটি প্রজাতি পাওয়া গিয়েছে। যার জেরে সংক্রমণের গতি আগের থেকে বহুলাংশে বৃদ্ধি পেয়েছে। সে দেশের স্বাস্থ্যসচিব ম্যাট হ্যানককের কথাতেই, “দেশের করোনা পরিস্থিতি অবিশ্বাস্য রকমের কঠিন পর্যায়ে পৌঁছে গিয়েছে।’’

Advertisement

আরও পড়ুন: দ্রুত বাড়ছে সংক্রমণ, করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে, স্বীকার করল ব্রিটেন

আরও পড়ুন: কাল সন্ধ্যায় আকাশে চোখ, শনি-বৃহস্পতি এত কাছে আসছে ৪০০ বছর পর

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement