ছবি: সংগৃহীত।
কোভিড অতিমারির মধ্যে চিকিৎসকদের কোয়রান্টিনে থাকার সময়ে তাঁরা কাজ করছেন (অন ডিউটি) বলেই ধরা হবে বলে আজ সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র।
সুপ্রিম কোর্টে চলা একটি মামলায় পক্ষ হতে চেয়ে ‘ইউনাইটেড রেসিডেন্ট অ্যান্ড ডক্টরস অ্যাসোসিয়েশন’ জানায়, চিকিৎসকদের বেতন, উপযুক্ত বাসস্থান ও কোয়রান্টিনের উপযুক্ত ব্যবস্থা নিশ্চিত করতে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ প্রয়োজন। কোয়রান্টিনের সময়ে চিকিৎসকেরা ছুটিতে থাকছেন বলে ধরা হচ্ছে। বিষয়টি খতিয়ে দেখতে কেন্দ্রকে নির্দেশ দেয় শীর্ষ আদালত। সলিসিটর জেনারেল তুষার মেটা জানান, কোয়রান্টিনে থাকার সময়কে ছুটি হিসেবে ধরা যায় না। সরকার বিষয়টি খতিয়ে দেখবে।
এ দিন পেশ করা এক হলফনামায় কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, কর্মিবর্গ দফতরের সঙ্গে আলোচনার পরে স্থির করা হয়েছে চিকিৎসকদের কোয়রান্টিনে থাকার সময়ে তাঁরা কাজ করছেন বলেই ধরা হবে। কেন্দ্র জানিয়েছে, করোনার সঙ্গে লড়াইয়ে যাঁদের ঝুঁকি বেশি তাঁদের এক সপ্তাহ কোয়রান্টিনে থাকার ব্যবস্থা করা হয়েছে। পরে পরিস্থিতি দেখে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কোয়রান্টিনের মেয়াদ নিয়ে সিদ্ধান্ত নেয়। আগামী সপ্তাহে ফের এই মামলার শুনানি হবে।
বিষয়টি নিয়ে সরকারকে কটাক্ষ করেছেন রাহুল গাঁধী। তাঁর বক্তব্য, ‘‘মোদীজির কথা শুনে মানুষ চিকিৎসকদের জন্য তালি বাজিয়েছেন। কিন্তু মোদী সরকার করোনা যোদ্ধাদের পাশে দাঁড়াচ্ছে না। তাঁদের সুরক্ষা, সম্মান ও সুযোগসুবিধে পাওয়া নিশ্চিত করতে সরকার বাধ্য।’’