Covid-19 vaccination

Coronavirus Vaccination: কোভিড-মুক্ত হওয়ার পর টিকাকরণে দেরি হলে সংক্রমণের ঝুঁকিই বাড়বে, মত আইএমএ-র

আসন্ন তৃতীয় তরঙ্গের মোকাবিলায় টিকার পর্যাপ্ত ডোজ মজুত রাখার প্রয়োজনীয়তার কথা মনে করিয়ে দিয়েছেন জয়লাল।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৯ মে ২০২১ ১৬:২৭
Share:

প্রতীকী ছবি।

কোভিডে আক্রান্তরা সুস্থ হয়ে ওঠার কত দিন পর টিকা নেওয়া উচিত-- এ নিয়ে ধোঁয়াশা তৈরি হল। কেন্দ্রীয় সরকারের নিযুক্ত বিশেষজ্ঞ কমিটি সেই টিকাকরণের সময়সীমা ৬ থেকে ৯ মাস করার সুপারিশ করলেও এ নিয়ে ভিন্ন মত ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন(আইএমএ)-এর। আইএমএ-র সভাপতি জে এ জয়লালের মতে, সুস্থ হওয়ার পর টিকাকরণ ৬ মাস পিছিয়ে দিলে সেই সময়ের মধ্যে ফের সংক্রমণের ঝুঁকি রয়েছে।

Advertisement

বুধবার সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে জয়লাল বলেছেন, ‘‘কোভিড থেকে সুস্থদের কবে টিকা নেওয়া উচিত, তা নিয়ে মতভেদ রয়েছে। তবে, টিকার জন্য ৬ মাস অপেক্ষা করতে হলে তাঁদের করোনাভাইরাসের সংক্রমণের ঝুঁকির মুখে ঠেলে দেওয়া হয়।’’

করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় কার্যত বেসামাল গোটা দেশ। আসন্ন তৃতীয় তরঙ্গের মোকাবিলায় টিকার পর্যাপ্ত ডোজ মজুত রাখার প্রয়োজনীতার কথা মনে করিয়ে দিয়েছেন জয়লাল। তিনি বলেন, ‘‘সংক্রমণ রুখতে টিকাকরণই একমাত্র রাস্তা। কোভিডের তৃতীয় তরঙ্গও আসতে বাধ্য। তার মোকাবিলায় গণ-টিকাকরণ করতেই হবে। কেন্দ্রের উচিত যত বেশি সংখ্যক টিকা মজুত রাখা। সেই সঙ্গে টিকাকরণের প্রক্রিয়ার বিকেন্দ্রীকরণ করাও উচিত। এমনকি, বাড়ি বাড়ি গিয়ে টিকাকরণ কর্মসূচিও চালু করা যেতে পারে।’’ জয়লালের মতে, ‘‘আগামী কয়েক মাসের মধ্যে ৬০-৭০ শতাংশের টিকাকরণ সম্পন্ন করা উচিত।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement