Coronavirus

ভারত দৈনিক সংক্রমণে শীর্ষে, খোঁচা রাহুলের

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ৫২ হাজার ৯৭২ জন কোভিড আক্রান্ত হয়েছেন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৪ অগস্ট ২০২০ ০৫:২৭
Share:

প্রতীকী ছবি।

রেকর্ড! এ বার রেকর্ড দৈনিক করোনা সংক্রমণে। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা সংক্রমণের নিরিখে সব দেশকে পিছনে ফেলে দিয়েছে ভারত।

Advertisement

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ৫২ হাজার ৯৭২ জন কোভিড আক্রান্ত হয়েছেন। ওই সময়কালে আমেরিকা এবং ব্রাজিলে নতুন করে আক্রান্তের সংখ্যা যথাক্রমে ৪৭ হাজার ৫১১ এবং ২৫ হাজার ৮০০। অর্থাৎ, গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমণের নিরিখে আমেরিকা এবং ব্রাজিলকে পিছনে ফেলে দিল ভারত। স্বাস্থ্য মন্ত্রকের হিসেব অনুযায়ী, দেশে মোট করোনা-আক্রান্তের সংখ্যা ১৮ লক্ষ ৩ হাজার ৬৯৫। যেখানে সংক্রমণের নিরিখে বিশ্বে প্রথম স্থানে থাকা আমেরিকায় আক্রান্ত ৪৬ লক্ষ ৬৭ হাজার এবং দ্বিতীয় স্থানে থাকা ব্রাজিলে ২৭ লক্ষ ৩৩ হাজার।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আজ এ নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি কংগ্রেস নেতা রাহুল গাঁধী। করোনার বিরুদ্ধে লড়াই সম্পর্কে এক সময় প্রধানমন্ত্রী বলেছিলেন, ‘‘সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নেওয়ার কারণেই ভারত অন্য দেশগুলির তুলনায় ভাল অবস্থানে রয়েছে।’’ আজ মোদীর ওই বক্তব্যকে উদ্ধৃত করে একটি টুইট করেছেন রাহুল। সেই টুইটে একটি লেখচিত্রের মাধ্যমে দেখানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় সংক্রমণের নিরিখে প্রথম ১০টি দেশের অবস্থা।

Advertisement

গত কয়েকদিন ধরে দেশে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ৫০ হাজারের গণ্ডি ছাড়াচ্ছে। আক্রান্তের সংখ্যা বাড়লেও সুস্থ হয়ে ওঠার সংখ্যা অবশ্য স্বস্তিদায়ক। দেশে মোট করোনা-আক্রান্তের ৬৫.৭৭ শতাংশ সুস্থ হয়ে উঠেছেন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪০ হাজার ৫৭৪ জন।

আরও পড়ুন: সোমবারেও আমন্ত্রণের ফোন পাননি আডবাণী!

ভারতে যখন করোনা-আক্রান্তের সংখ্যা ঊর্ধ্বমুখী, তখন বিশ্বের অনেক দেশেই কোভিড-১৯ সংক্রমণের দ্বিতীয় ঢেউ আসার খবর পাওয়া যাচ্ছে। ভারতে সংক্রমণের দ্বিতীয় ঢেউ কবে আসতে পারে অথবা আদৌ আসবে কিনা তা এখনই বলা সম্ভব নয় বলে জানিয়েছেন আইসিএমআরের ডিজি বলরাম ভার্গব। সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, পরিস্থিতি দ্রুত পাল্টাচ্ছে। ভৌগোলিক অবস্থান এবং জনঘনত্বের নিরিখে বিশ্বের বিভিন্ন জায়গায় সংক্রমণের চরিত্রগত ফারাক দেখা যাচ্ছে। তিনি বলেন, ‘‘ভারতে ভৌগোলিক অবস্থানগত ফারাক অনুযায়ী কোনও সময়ে সংক্রমণ শিখরে উঠেছে। পরিস্থিতি দ্রুত বদলাচ্ছে। এমনকি, রাজ্যে রাজ্যে রোগ ছড়ানোর ক্ষেত্রেও তফাৎ চোখে পড়ছে। ফলে ভারতে সংক্রমণের দ্বিতীয় ঢেউ আসবে কিনা, তা এখনই বলা সম্ভব নয়।’’ তবে মাস্ক, স্যানিটাইজ়ার ব্যবহার এবং পারস্পরিক দূরত্ব বিধি মেনে চলার উপরে জোর দিয়েছেন আইসিএমআরের ডিজি।

আইসিএমআরের তথ্য বলছে, ২ অগস্ট পর্যন্ত দেশে ২ কোটি কোভিড নমুনা পরীক্ষা হয়েছে। গত ২৪ ঘণ্টায় পরীক্ষা হয়েছে ৩ লক্ষ ৮১ হাজার ২৭টি নমুনার। স্বাস্থ্য মন্ত্রক জানাচ্ছে, প্রতি দশ লক্ষে ১৪ হাজার ৬৪০টি নমুনা পরীক্ষা বাড়ানো হয়েছে।

সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, সেরাম ইনস্টিটিউটকে দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ে মানবদেহে প্রতিষেধকের পরীক্ষামূলক প্রয়োগের ছাড়পত্র দিয়েছে ডিসিজিআই। সূত্রের খবর, দ্বিতীয় ও তৃতীয় পর্বে ১৮ বছরের বেশি বয়সি অন্তত ১ হাজার ৬০০ জনের উপরে পরীক্ষা করা হবে। দিল্লি, জোধপুর, পুণে, মুম্বই-সহ ১৭টি শহরে এই টিকা মানবদেহে পরীক্ষামূলক ভাবে প্রয়োগ করা হবে।

করোনা আক্রান্ত হয়ে গত কাল হাসপাতালে ভর্তি হয়েছেন কর্নাটকের মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা। তাঁর অফিসের ছ’জন কর্মীর আজ করোনা রিপোর্ট পজ়িটিভ এসেছে। তাঁরাও হাসপাতালে ভর্তি।

লখনউয়ে ২৩ জুলাই থেকে ৩১ জুলাইয়ের মধ্যে সরকারি এবং বেসরকারি পরীক্ষাগারে ২২৯০ জন করোনা পরীক্ষা করিয়েছিলেন। তাঁদের মধ্যে অনেকেরই রিপোর্ট পজ়িটিভ। অন্তত ১৭০০ জন পরীক্ষাকেন্দ্রগুলিতে ভুল মোবাইল নম্বর এবং ঠিকানা দিয়েছিলেন বলে অভিযোগ। রাজ্যের স্বাস্থ্য দফতর জানিয়েছে, বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। ওই ব্যক্তিদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement