Coronavirus in India

করোনায় আক্রান্ত গাড়ির চালক, দিল্লিতে সিল করা হল সিআরপি-র সদর দফতর

ত দু’সপ্তাহে সিআরপি-র ১২২ জওয়ান করোনায় আক্রান্ত হয়েছেন। এই আক্রান্তরা সকলেই পূর্ব দিল্লির ময়ূর বিহারের ৩১ নম্বর ব্যাটেলিয়নের সদস্য।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ০৩ মে ২০২০ ১৪:১৬
Share:

—ফাইল চিত্র।

নোভেল করোনার প্রকোপে এ বার দিল্লিতে সিআরপি-র সদর দফতর সিল করা হল। সেখানে কর্মরত এক গাড়ি চালকের শরীরে কোভিড-১৯ ভাইরাস ধরা পড়েছে। তার জেরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই মুহূর্তে জীবাণুমুক্তকরণের কাজ চলছে সেখানে। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত বন্ধই রাখা হবে লোধি রোডের সিআরপি সদর দফতর। তত ক্ষণ পর্যন্ত সেখানে প্রবেশের অনুমতি নেই কারও।

Advertisement

গত দু’সপ্তাহে সিআরপি-র ১২২ জওয়ান করোনায় আক্রান্ত হয়েছেন। এই আক্রান্তরা সকলেই পূর্ব দিল্লির ময়ূর বিহারের ৩১ নম্বর ব্যাটেলিয়নের সদস্য। আরও ১০০ জনের লালারসের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। তবে রিপোর্ট আসা বাকি এখনও। এমন পরিস্থিতিতে পূর্ব দিল্লিতে সিআরপি-র ওই ক্যাম্পটিও বন্ধ করে দেওয়া হয়েছে। রাজধানীর মন্ডাওয়ালি এলাকার একটি শিবিরে এই মুহূর্তে আক্রান্ত জওয়ানদের চিকিৎসা চলছে। এক সঙ্গে এত জন জওয়ানের দেহে সংক্রমণ ছড়ানোয় উদ্বেগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।

এর আগে, গত সপ্তাহে দিল্লিতে নীতি আয়োগের দফতরে কর্মরত এক ব্যক্তির শরীরেও নোভেল করোনা ধরা পড়ে। বিষয়টি সামনে আসার পর ৪৮ ঘণ্টার জন্য ওই দফতর বন্ধ রাখা হয়। আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসা সকলকে পাঠানো হয় কোয়রান্টিনে।

Advertisement

আরও পড়ুন: করোনার বাড়বাড়ন্তের জন্য তবলিগ জামাতকেই দুষলেন যোগী​

আরও পড়ুন: কলকাতা পুলিশের আরও এক ওসি কোভিড আক্রান্ত, আক্রান্ত স্ত্রীও​

সারা দেশে এই মুহূর্তে করোনা আক্রান্তের সংখ্যা ৪০ হাজার ছুঁইছুঁই। কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়ে এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন ১ হাজার ৩০১ জন। আক্রান্তের নিরিখে দেশের মধ্যে তৃতীয় স্থানে রয়েছে দিল্লি। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ৪ হাজার ১২২। মৃত্যু হয়েছে ৬৪ জনের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement