প্রতীকী ছবি।
টেবিলে রাখা রকমারি খাবার। তার পাশে রয়েছে মদের বোতলও। সেই বোতল থেকেই মদ ঢেলে খাচ্ছেন করোনায় আক্রান্ত এক বন্দি। তার এক হাতে রয়েছে হাতকড়াও। ঝাড়খণ্ডের সেন্ট্রাল হসপিটাল অব ভারত কোকিং কোল লিমিটেডের করোনা ওয়ার্ডের এই ছবিই ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়। বিষয়টি নজরে আসতেই নড়েচড়ে বসেছে রাজ্য প্রশাসনও। রবিবার এই ঘটনায় ধানবাদের ডেপুটি কমিশনার উমাশঙ্কর সিংহকে তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন।
এই অব্যবস্থার জন্য যারা দায়ী, তাদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ করারও নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। উমাশঙ্কর জানিয়েছেন, মহকুমাশাসক এবং এসডিপিও ঘটনার তদন্ত শুরু করেছেন। শীঘ্রই মুখ্যমন্ত্রীর কাছে রিপোর্ট জমা দেওয়া হবে।
ভাইরাল হওয়া ওই ছবিতে দেখা গিয়েছে, হাসপাতালের বেডে বসেই সামনের টেবিলে রাখা বোতল থেকে গ্লাসে মদ ঢালছে ওই রোগী। পাশে অ্যালুমিনিয়াম ফয়েলের মধ্যে বিভিন্ন খাবার। কাটরা থানার ওসি রাসবিহারী লাল ওই বন্দিকে চিহ্নিত করে জানিয়েছেন, ৩০ বছর বয়সি ওই করোনা-আক্রান্ত রোগীর নাম শান্টু গুপ্ত। বৃহস্পতিবার তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হয় তাকে। পাঠানো হয় জেলে। সেখানে শারীরিক পরীক্ষার সময়ে করোনা ধরা পড়ে শান্টুর দেহে। শুক্রবার ওই হাসপাতালে ভর্তি করা হয় শান্টুকে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, কড়া নিরাপত্তাবেষ্টনী ভেদ করে কী ভাবে ওই করোনা-আক্রান্ত বন্দির কাছে মদ পৌঁছে গেল, তা নিয়ে বিস্মিত তাঁরাও! চিকিৎসক, নার্স এমনকি অ্যাটেনডেন্টেরও নজর এড়িয়ে গিয়েছে মদ্যপানের বিষয়টি। গোটা ঘটনায় সন্দেহের তির হাসপাতালের নিরাপত্তারক্ষীদের উপরেই।