BJP

করোনায় বেসুরো বিজেপি বিধায়ক

বিজেপির এই বিধায়ক আগেও করোনা মোকাবিলা নিয়ে অভিযোগের সুরে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ জুলাই ২০২০ ০১:৫২
Share:

বিজেপি বিধায়ক সুদীপ রায় বর্মণ। ছবি: সংগৃহীত।

ত্রিপুরায় করোনা আক্রান্তের তথ্য নিয়ে লুকোচুরি হচ্ছে অভিযোগ এনে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন বিজেপি বিধায়ক সুদীপ রায় বর্মণ। তিনি চিঠিতে লিখেছেন, করোনা আক্রান্তের তথ্য নিয়ে লুকোচুরি খেলার বদলে জনগণকে সমস্ত কিছু খুলে বলা উচিত। না হলে, আগামী দিনে বিপদ বাড়বে। সুদীপবাবুর যুক্তি, করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি কোনও ভাবেই সরকারি ব্যর্থতা নয়। তবে, সঠিক তথ্য জুগিয়ে মানুষ আরও সচেতন করা প্রয়োজন।

Advertisement

বিজেপির এই বিধায়ক আগেও করোনা মোকাবিলা নিয়ে অভিযোগের সুরে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন। দলীয় বিধায়কের এ-হেন কাজকর্মে বিজেপি খুবই অসন্তুষ্ট। এ-বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দলের মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য নাম না করে সুদীপকে বিঁধেছেন। তিনি বলেন, “যারা করোনা-সংক্রমনের প্রকৃত তথ্য জানতে আগ্রহী, তাঁরা সরকারের কাছ থেকে তা চেয়ে নিতে পারেন। কিন্তু, প্রচারের আলোয় থাকতে সরকারকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা না-করাই ভাল। আর যদি চ্যালেঞ্জ নিতে চান, তা হলে বিধায়কপদ ছেড়ে নির্বাচনে লড়াই করুন। আমরা প্রস্তুত রয়েছি। জনমত কোন দিকে বুঝে নেওয়া যাবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement