বিপ্লব দেব। —ফাইল চিত্র।
ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লবকুমার দেব বর্তমানে বাড়িতে আইসোলেশনে রয়েছেন। বাড়িতে বসেই কাজকর্ম করছেন। ভিডিয়ো বৈঠক করছেন মন্ত্রী-আমলাদের সঙ্গে। সরকারি সূত্রেই বলা হচ্ছে, ভয়ঙ্কর ঝুঁকিতে রয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকা সুরক্ষা কর্মীদের মধ্যে এখনও পর্যন্ত ১৫ জন কোভিডে আক্রান্ত হয়েছেন। শুধু গত কালই মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে নিরাপত্তার দায়িত্বে থাকা ৮ জন সিআরপি জওয়ানের দেহে করোনা-সংক্রমণ মিলেছে। তাঁদের আজ বাধারঘাট স্পোর্টস কমপ্লেক্সে কোভিড কেয়ার সেন্টারে ভর্তি করা হয়েছে।
স্বাস্থ্য দফতরের এক কর্তা জানাচ্ছেন, করোনার প্রকোপ মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনকেও কব্জা করে ফেলেছে। তাঁর পরিবারের সদস্য-সহ ব্যক্তিগত দেহরক্ষীও করোনা আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত যে ১৫ জন সুরক্ষা কর্মীর সংক্রমণ ধরা পড়েছে, তাঁদের সংস্পর্শে কারা এসেছেন, তাঁদের খুঁজে বার করে নমুনা পরীক্ষার চেষ্টা চলছে। মুখ্যমন্ত্রীর বাসভবনের আরও কয়েক জনের নমুনা সংগ্রহ করা হবে।