Tarun Gogoi

অবস্থার অবনতিতে প্লাজমা, আপাতত স্থিতিশীল অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী গগৈ

গগৈ-সহ অসমের ২৪ জন বিধায়ক এই মুহূর্তে করোনায় আক্রান্ত।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২০ ১৫:২২
Share:

করোনা-চিকিৎসায় সাড়া দিচ্ছেন অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ। ছবি: সংগৃহীত।

করোনা-আক্রান্ত অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণের গগৈয়ের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে প্লাজমা দিতে হল। সোমবার গভীর রাতে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। গগৈয়ের দেহে অক্সিজেনের পরিমাণও কমে আসে। এর পরই তাঁকে প্লাজমার পাশাপাশি কৃত্রিম উপায়ে অক্সিজেন দেওয়ার সিদ্ধান্ত নেন চিকিৎসকেরা। প্লাজমা থেরাপির পর আপাতত তাঁর অবস্থার উন্নতি হয়েছে বলে মঙ্গলবার জানিয়েছে মেডিক্যাল বোর্ড।

গত ২৫ অগস্ট কোভিড পজিটিভ হওয়ার কথা নিজেই টুইট করে জানান বর্ষীয়ান কংগ্রেস নেতা তথা অসমের তিন বারের মুখ্যমন্ত্রী গগৈ। পরের দিন তাঁকে গুয়াহাটি মেডিক্যাল কলেজ হাসপাতাল (জিএমসিএইচ)-এ ভর্তি করানো হয়। সপ্তাহখানেক ধরে সেখানেই চিকিৎসাধীন গগৈ। জিএমসিএইচ-এর পালমোনারি মেডিক্যাল বিভাগের প্রধান যোগেশ শর্মার নেতৃত্বে একটি নয় সদস্যের মেডিক্যাল বোর্ডের পর্যবেক্ষণে রয়েছেন তিনি। এ দিন জিএমসিএইচ-এর মুখপাত্র জানিয়েছেন, গত কাল মধ্যরাত থেকে গগৈকে ১ ইউনিট প্লাজমা এবং ২ লিটার অক্সিজেন দেওয়া হয়েছে।

৮৫ বছরের গগৈকে করোনায় আক্রান্ত হওয়ার পরই তাঁকে হাসপাতালে দেখতে গিয়েছিলেন অসমের স্বাস্থ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। তরুণ গগৈয়ের ছেলে তথা কংগ্রেস সাংসদ গৌরব গগৈর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন তিনি। এ দিন গগৈয়ের শারীরিক অবস্থা নিয়ে টুইটও করেছেন হিমন্ত। তিনি বলেন, “সোমবার রাত সাড়ে ১১টায় প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈয়ের হঠাৎই অক্সিজেন স্যাচুরেশন ৮৮ শতাংশ হয়ে যায়। চিকিৎসকেরা ১ ইউনিট প্লাজমা এবং মাস্কের মধ্যে দিয়ে ২ লিটার অক্সিজেন দেওয়ার সিদ্ধান্ত নেন। গগৈয়ের অক্সিজেন স্যাচুরেশন এখন ৯৬ অবং ৯৭ শতাংশের মধ্যে রয়েছে।” সাধারণত, করোনা সংক্রমণ ধরা পড়ার পরে যাঁদের অবস্থা সঙ্কটজনক হয়ে উঠছে, চিকিৎসার অঙ্গ হিসেবে তাঁদের প্লাজ়মা দেওয়া হয়। তবে এ দিন প্লাজমা দেওয়ার পর কিছুটা উন্নতি হয়েছে গগৈয়ের।

Advertisement

আরও পড়ুন: এনএসএ-তে আটক বেআইনি, কাফিলকে অবিলম্বে মুক্তির নির্দেশ আদালতের

আরও পড়ুন: বকেয়া মেটাতে টেলিকম সংস্থাগুলিকে ১০ বছর সময় দিল সুপ্রিম কোর্ট

Advertisement

আরও পড়ুন: ভালবাসতেন, চোখের জলও ফেলিয়েছিলেন

গগৈ-সহ অসমের ২৪ জন বিধায়ক এই মুহূর্তে করোনায় আক্রান্ত। ২০২১-এ অসম বিধানসভা নির্বাচনের প্রস্তুতির অঙ্গ হিসাবে করোনা পরিস্থিতির আবহেই গত কয়েক দিন ধরেই বিভিন্ন বৈঠক করেছেন গগৈ-সহ ওই বিধায়কেরা। এরই মধ্যে ২৬ অগস্ট টুইটারে গগৈ লিখেছিলেন, “গত কাল কোভিড পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। গত কয়েক দিনে যাঁরা আমার সংস্পর্শে এসেছেন, তাঁদের সকলের অবিলম্বে করোনা পরীক্ষা করানো উচিত।” এর পর ধীরে ধীরে চিকিৎসায় সাড়া দিচ্ছিলেন গগৈ। গত কাল সেরে ওঠার কথা জানিয়ে টুইটও করেন। তবে রাতে ফের তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। প্লাজমা থেরাপির পর অবশ্য তাঁর অবস্থার উন্নতি হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement