Coronavirus

ফের করোনায় আক্রান্ত উদ্ধব ঠাকরের বাসভবনের ৩ নিরাপত্তারক্ষী

মুম্বই পুলিশ সূত্রের খবর, আক্রান্তদের মধ্যে দু’জন নাইট শিফটে কর্তব্যরত অবস্থায় ছিলেন। এক জন ওই দিন সকালে কাজে যোগ দেন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০২ মে ২০২০ ১৩:১৯
Share:

মাতোশ্রীর বাইরে কর্তব্যরত পুলিশকর্মী। ছবি: পিটিআই

দেশের মধ্যে করোনা সংক্রমণে সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি মহারাষ্ট্রে। সাড়ে ১১ হাজারের বেশি মানুষ ইতিমধ্যেই সে রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ৪৮৫ জনের। এ বার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের ব্যক্তিগত বাসভবন ‘মাতোশ্রী’র দায়িত্বে থাকা তিন নিরাপত্তারক্ষীর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এল। ওই তিন জনের চিকিৎসা শুরু হয়েছে।

মুম্বই পুলিশ সূত্রের খবর, আক্রান্তদের মধ্যে দু’জন নাইট শিফটে কর্তব্যরত অবস্থায় ছিলেন। তাঁরা শুক্রবার সকালে বাড়ি যান। বাকি এক জন ওই দিন সকালেই কাজে যোগ দিয়েছিলেন।

এর আগে গত মাসেই মাতোশ্রীর কাছে একটি চায়ের দোকানের মালিকের করোনা ধরা পড়েছিল। এর পর উদ্ধবের বাড়ির নিরাপত্তার দায়িত্বে থাকা ১৩০ জন নিরাপত্তাকর্মীকে কোয়রান্টিনে পাঠানো হয়। কারণ তাঁদের মধ্যে অনেকেই ওই চায়ের দোকানে মাঝে মাঝেই যেতেন।

Advertisement

আরও পড়ুন: দিল্লির সিআরপিএফ ক্যাম্পে ১২২ জন করোনা আক্রান্ত, উদ্বেগে স্বরাষ্ট্র মন্ত্রক

Advertisement

১৯ এপ্রিল ভার্সায় উদ্ধবের সরকারি বাসভবনের নিরাপত্তার দায়িত্বে থাকা এক পুলিশ ইনস্পেকটরের করোনা ধরা পড়েছিল। তার পর সাত জন মহিলা অফিসার এবং দু’জন মহিলা কনস্টেবলকে পাঠানো হয়েছিল কোয়রান্টিনে। করোনায় আক্রান্ত হয়েছেন মহারাষ্ট্রের বিরোধী দলনেতা দেবেন্দ্র ফড়ণবীসের বাসভবনের নিরাপত্তার দায়িত্বে থাকা এক কনস্টেবলও।

আরও পড়ুন: ম্যান-মেড নয়, এই কোভিডের জন্ম প্রাকৃতিক ভাবেই, ফের বলল হু

(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement