Narendra Modi

ভারতে তৈরি দু’টি ভ্যাকসিন মানবজাতিকে রক্ষা করতে পারে, দাবি মোদীর

শনিবার প্রবাসী ভারতীয়দের সম্মেলনে ‘আত্মনির্ভর ভারতের উজ্জ্বল ভাবমূর্তি’ তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৯ জানুয়ারি ২০২১ ১৩:২৮
Share:

ছবি: পিটিআই।

কিছু দিন আগে পর্যন্তও মেডিক্যাল যন্ত্রপাতি আমদানি করতে হত ভারতকে। তবে সেই ভারতই এখন নিজস্ব প্রযুক্তিতে কোভিড ভ্যাকসিন তৈরি করে মানবজাতির ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হতে প্রস্তুত। শনিবার প্রবাসী ভারতীয়দের সম্মেলনে এ ভাবেই ‘আত্মনির্ভর ভারতের উজ্জ্বল ভাবমূর্তি’ তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

Advertisement

বিদেশ মন্ত্রকের ১৯তম প্রবাসী ভারত দিবস উপলক্ষে একটি ভার্চুয়াল সম্মেলনে মোদীর দাবি, ‘‘এই কিছু দিন আগেও পিপিই কিট, মাস্ক, ভেন্টিলেটর-সহ টেস্টিং কিট বাইরে থেকে আমদানি করত ভারত। তবে এখন আমাদের দেশ আত্মনির্ভর।’’ কোভিডের মতো অতিমারির মোকাবিলাতেও সেই আত্মনির্ভরতার ঝলক দেখতে পাওয়া গিয়েছে বলেও দাবি করেন তিনি। অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি ভ্যাকসিন ‘কোভিশিল্ড’-এর পাশাপাশি ভারত বায়োটেকের কোভ্যাক্সিন সম্প্রতি এ দেশে জরুরি ভিত্তিতে ব্যবহারের ছাড়পত্র পেয়েছে। এ ছাড়া, আমদাবাদের ওষুধ প্রস্তুতকারী সংস্থা জাইডাস-ক্যাডিলার ভ্যাকসিনেরও ক্লিনিক্যাল ট্রায়াল চলছে। সেই প্রসঙ্গেই মোদীর মন্তব্য, ‘‘আজ আমরা ভারতে তৈরি দু’টি কোভিড ভ্যাকসিনের মাধ্যমে মানবজাতিকে রক্ষা করতে তৈরি।’’

প্রবাসী ভারতীদের সঙ্গে যোগাযোগ স্থাপনে এই সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিদেশ মন্ত্রক। আত্মনির্ভর ভারতের প্রতিচ্ছবি তুলে ধরার পাশাপাশি দেশে দারিদ্র দূরীকরণে তাঁদের সরকারের ভূমিকার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। সেই সঙ্গে তিনি বলেন, ‘‘সন্ত্রাসের মোকাবিলায় ভারতের ভূমিকা বিশ্বেরও মনোবল বাড়িয়েছে। দুর্নীতি নির্মূল করতে প্রযুক্তির হাত ধরেছে ভারত। লক্ষ, কোটি টাকা সরাসরি নিজেদের অ্যাকাউন্টে পাচ্ছেন ভারতীয়রা।’’

Advertisement

আরও পড়ুন: অক্সফোর্ডের টিকা দ্রুত ব্রাজিলে পাঠাতে মোদীকে আর্জি প্রেসিডেন্ট বোলসোনারোর

আরও পড়ুন: ট্রাম্পের বিরুদ্ধে ইমপিচমেন্টের প্রস্তাব কার্যকর হতে পারে কি?

অতিমারির আবহে অনাবাসী ভারতীয়রা বিদেশের মাটিতে বাস করেও যে ভাবে নিজেদের কর্তব্যে অটুট থেকে ভারতের মুখ উজ্জ্বল করছেন, তার প্রশংসাও করেছেন প্রধানমন্ত্রী। তাঁর কথায়, ‘‘এটাই আমাদের ঐতিহ্য। এটাই ভারতের সংস্কৃতি। সামাজিক এবং রাজনৈতিক ক্ষেত্রে ভারতীয়দের অবদানের প্রতি বিশ্বের আস্থা জোরদার হচ্ছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement