Coronavirus

দেশি পর্যটকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি সিকিমে

মুখ্যমন্ত্রী জানান, সিকিমবাসীর স্বাস্থ্য, সুরক্ষার কথা চিন্তা করে সিকিমের বাইরের লোকজনের এই রাজ্যে প্রবেশের ক্ষেত্রে নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নেওয়া হল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ মার্চ ২০২০ ০৫:৩৭
Share:

ফাইল চিত্র।

বিদেশিদের জন্য দরজা বন্ধ হয়েছিল আগেই। করোনাভাইরাসের সংক্রমণের আশঙ্কায় দেশীয় পর্যটকদের সিকিমে প্রবেশে রাশ টানল সে রাজ্যের সরকার। সিকিমে কাজ করে যাওয়া বাইরের রাজ্যের শ্রমিকদের ঢোকাও আজ, মঙ্গলবার থেকে নিষিদ্ধ করা হয়েছে। সোমবার গ্যাংটকে মুখ্যমন্ত্রী প্রেমসিংহ তামাংয়ের উপস্থিতিতে সমস্ত মন্ত্রী, বিধায়ক, রাজ্য প্রশাসনের একটি বৈঠকে ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Advertisement

মুখ্যমন্ত্রী জানান, সিকিমবাসীর স্বাস্থ্য, সুরক্ষার কথা চিন্তা করে সিকিমের বাইরের লোকজনের এই রাজ্যে প্রবেশের ক্ষেত্রে নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নেওয়া হল। আজ, মঙ্গলবার এই সম্পর্কিত বিজ্ঞপ্তি দেওয়া হবে। সিকিমে এখনও করোনা আক্রান্ত এক জন রোগীরও হদিস মেলেনি। যে দেশীয় পর্যটকেরা আছেন, তাঁরা সময়মতো রাজ্য থেকে বার হবেন। মুখ্যমন্ত্রীর আবেদন, ‘‘সিকিমের ছাত্রছাত্রীরা রাজ্যেই থাকুন। জরুরি দরকার ছাড়া সিকিমবাসীদের অন্য রাজ্যে যাতায়াতের প্রয়োজন নেই।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement