লকডাউনে জনশূন্য কাশ্মীরের রাস্তা। ছবি: পিটিআই
করোনা থাবা বসিয়েছিল আগেই। এ বার তার জেরে প্রথম মৃত্যুর ঘটনাও ঘটল কাশ্মীরে। তিন দিন আগে শ্রীনগরের গভর্নমেন্ট চেস্ট ডিজিস হাসপাতালে মৃত্যু হয় এক বৃদ্ধের। তাঁর লালারসে করোনাভাইরাস মিলেছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। তবে মৃত ব্যক্তি কী ভাবে করোনায় আক্রান্ত হলেন তা এখনও নিশ্চিত নয়।
হায়দরপোরা গ্রামের বাসিন্দা, ৬৫ বছরের ওই বৃদ্ধ গত কয়েক দিন ধরেই অসুস্থ ছিলেন। শেষ পর্যন্ত মৃত্যু হয় তাঁর। এর আগে কাশ্মীরে করোনা সংক্রমণ ধরা পড়েছিল। শ্রীনগরের মেয়র টুইট করে করোনায় আক্রান্ত বৃদ্ধের মৃত্যুর কথা জানিয়েছেন। ওই বৃদ্ধের সংস্পর্শে এসেছিলেন আরও চার জন। তাঁদের কোয়রান্টিনে রাখা হয়েছে।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য বলছে, কাশ্মীরে ১১ জন করোনায় আক্রান্ত। তবে কাশ্মীরের প্রশাসনিক কর্তাদের একাংশ আক্রান্তের সংখ্যাা বাড়তেও পারে বলে আশঙ্কা করছেন। তাঁদের ধারণা, অনেকেরই বিদেশ যাত্রার ইতিহাস গোপন করে গিয়েছেন।
আরও পড়ুন: নেই বিদেশ সফরের ইতিহাস, রাজ্যে মিলল নতুন করোনা-আক্রান্তের খোঁজ