বর্তমানে দেশে সক্রিয় রোগীর সংখ্যা ১৯ হাজার ৯২ জন। ফাইল চিত্র
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দৈনিক সংক্রমণের সংখ্যা সামান্য কমলেও এখনও তিন হাজারের উপরেই রয়েছে। শনিবার দৈনিক সংক্রমণের সংখ্যা ছিল ৩,৬৮৮। গত ২৪ ঘণ্টায় দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ৩,৩২৪। দৈনিক সংক্রমণের হারেও কমতি দেখা দিয়েছে। গত ২৪ ঘণ্টায় দৈনিক সংক্রমণের হার ০.৭১ শতাংশ। সুস্থ হয়ে উঠেছেন ২,৮৭৬ জন।
আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ আপাতত করোনামুক্ত। বর্তমানে দেশে সক্রিয় রোগীর সংখ্যা ১৯ হাজার ৯২ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের কোভিড বুলেটিন অনুযায়ী, দেশে গত ২৪ ঘণ্টায় ৪০ জন ব্যক্তির মৃত্যু হয়েছে। এর মধ্যে দিল্লি ও মহারাষ্ট্রে এক জন এবং কর্নাটকে দু’জনের মৃত্যু হয়েছে। বাকি ৩৬ জন ব্যক্তির মৃত্যু কেরলে, যা আগে তালিকাভুক্ত করা হয়নি।
দেশ জুড়ে সংক্রমণের শীর্ষে রয়েছে দিল্লি (১,৫২০)। এর পরে রয়েছে হরিয়ানা (৪৯০), কেরল (৩৩৭) ও উত্তরপ্রদেশ (২৭৫)। আপাতত ভারতে ১৮৯ কোটি ১৭ লক্ষ ৬৯ হাজার ৩৪৬ টিকাকরণ হয়েছে।