Coromavirus in India

করোনাভাইরাস হেলমেট পরে রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছেন এই পুলিশ কর্মী

লকডাউনের সময় পথ চলতি মানুষকে করোনাভাইরাস সেজে সতর্ক করেছেন এক পুলিশ কর্মী। একটি হেলমেটকে করোনাভাইরাসের মতো করে সাজিয়েছেন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৯ মার্চ ২০২০ ১২:২৩
Share:

টুইটার থেকে নেওয়া ছবি।

গোটা দেশে আপাতত লকডাউন। কিন্তু তাও কিছু মানুষ হয় প্রয়োজনের তাগিদে নয়তো লকডাউনের গুরুত্ব না বুঝেই বেরিয়ে পড়ছেন রাস্তায়। তাদের নানান ভাবে আটকানোর চেষ্টা করছে পুলিশ, প্রশাসন। এর মধ্যেই এ বার অন্য রকম পন্থা নিতে দেখা গেল চেন্নাইয়ের এক পুলিশ কর্মীকে।

Advertisement

লকডাউনের সময় পথ চলতি মানুষকে করোনাভাইরাস সেজে সতর্ক করেছেন এক পুলিশ কর্মী। একটি হেলমেটকে করোনাভাইরাসের মতো করে সাজিয়েছেন। সেটি পরেই মানুষকে বাইরে বেরতে বারণ করছেন, তাঁদের বোঝাচ্ছেন লকডাউনের গুরুত্ব।

আর এক নেটাগরিক ওই পুলিশ কর্মীর আরও একটি ভিডিয়ো পোস্ট করেছেন কমেন্ট বক্সে। সেখানে তাঁকে এক দোকানের সামনে দেখা যাচ্ছে। মানুষকে বোঝাচ্ছেন কেন দূরত্ব বজায় রাখতে হবে। করোনাভাইরাস আক্রান্ত কারও সংস্পর্শে এলেই বিপদ।

Advertisement

ওই পুলিশ কর্মীর ভিডিয়োগুলি পোস্ট হতেই এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে ছড়িয়ে পড়ে, এমন ভিডিয়ো ভাইরাল হতে সময়ও নেয়নি। ২৭ মার্চ পোস্ট হওয়া প্রথম ভিডিয়োটি প্রায় ৩৪ হাজার ভিউ পেয়েছে।

আরও পড়ুন: করোনার জেরে শুধু নিত্যপ্রয়োজনীয় জিনিসই নয়, গাঁজার চাহিদাও তুঙ্গে

আরও পড়ুন: ঘরবন্দি থেকেও প্রতিবেশীদের সঙ্গে বয়ফ্রেন্ডের চমকে দেওয়া জন্মদিন পালন!

দেখুন সেই পোস্ট:

(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement