ছবি: পিটিআই।
লকডাউনের এক মাস কেটে গিয়েছে। কিন্তু করোনা-সঙ্কটের মোকাবিলায় এখনও মোদী সরকারের সুনির্দিষ্ট কোনও পরিকল্পনা নেই বলে বিরোধীরা অভিযোগ তুললেন। কংগ্রেসের অভিযোগ, প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতীয় দুর্যোগ মোকাবিলা কর্তৃপক্ষ এখনও কোনও পরিকল্পনাই চূড়ান্ত করেননি। তৈরি হয়নি তার জন্য তহবিলও। অথচ জাতীয় দুর্যোগ মোকাবিলা আইনেই তা বাধ্যতামূলক বলে দেওয়া হয়েছে। কংগ্রেসের দাবি, সুপ্রিম কোর্টের উচিত স্বতঃপ্রণোদিত হয়ে এ বিষয়ে মামলা শুরু করা। সিপিএমের ক্ষোভ, করোনায় ব্যর্থতা নিয়ে আজ পর্যন্ত কোনও কেন্দ্রীয় মন্ত্রী সাংবাদিক বৈঠকে এসে প্রশ্নের সম্মুখীন হননি।
করোনা-সঙ্কটের মোকাবিলায় স্বরাষ্ট্রসচিবের নেতৃত্বে জাতীয় দুর্যোগ মোকাবিলায় একটি কার্যকরী কমিটি তৈরি হয়েছে। সেই কমিটিই রাজ্যগুলিকে প্রয়োজন মতো নির্দেশ দিচ্ছে। আজ কংগ্রেসের নেতা কপিল সিব্বলের প্রশ্ন, জাতীয় দুর্যোগ মোকাবিলা আইনেই বলা রয়েছে, স্বরাষ্ট্রসচিবের নেতৃত্বে ওই কমিটি একটি পরিকল্পনা তৈরি করবে। তার পর প্রধানমন্ত্রীর নেতৃত্বে দুর্যোগ মোকাবিলা কর্তৃপক্ষ তাতে অনুমোদন দেবেন। তৈরি করতে হবে দুর্যোগ মোকাবিলার তহবিলও। দুর্যোগের শিকার মানুষকে সুরাহা দিতেও তহবিল তৈরি করতে হবে। কিন্তু এর কিছুই হয়নি। প্রধানমন্ত্রী পিএম-কেয়ারস নামের একটি ট্রাস্ট তৈরি করেছেন। কিন্তু সে টাকা কোথায় খরচ হচ্ছে, তার কোনও হিসেব নেই। কংগ্রেসের এই প্রশ্নের কোনও জবাব অবশ্য মোদী সরকার দেয়নি।
(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)