Bajrang Dal

Kamasutra: দেবতাদের অপমান! গুজরাতে কামসূত্র পুড়িয়ে দোকানদারকে হুমকি বজরং দলের

এ বার বই পুড়িয়েছি পরের বার এসে দোকানে আগুন দেব, হুমকি বজরং দলের।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৯ অগস্ট ২০২১ ১৫:০৮
Share:

কামসূত্র পুড়িয়ে প্রতিবাদ বজরং দলের ভিডিও থেকে নেওয়া

কামসূত্রের ‘অশ্লীল মুদ্রা’ দেবতাদের অপমান। এই দাবি তুলে কামসূত্র পোড়াল বজরং দল। ঘটনাটি ঘটেছে গুজরাতের আমদাবাদে। এখানেই শেষ নয়, তাণ্ডব চালিয়ে চলে যাওয়ার আগে দোকানদারকে বজরং দলের সদস্যরা হুমকিও দেন বলে অভিযোগ।

Advertisement

শনিবার রাত ১১টা নাগাদ একটি টুইটের মাধ্যমে ঘটনাটি সামনে আসে। টুইটে দেখা যায় বজরং দলের সদস্যরা আমদাবাদে একটি বইয়ের দোকানে ঢুকে কামসূত্র বইয়ে আগুন দিচ্ছেন। নেটমাধ্যমে ভাইরাল হয় সেই ভিডিও।

ভিডিয়োয় দেখা যায় বইয়ের দোকানে কয়েক জন বজরং দলের কর্মী ঢুকে পড়েছেন। একটি কামসূত্র বইয়ে আগুন দিচ্ছেন তাঁরা। সূত্রের খবর, বই পোড়ানোর পর দোকানদারকেও হুমকি দেন বজরং দল সদস্যরা। বলা হয়, ‘‘এ বার বই পুড়িয়েছি। কামসূত্র বিক্রি বন্ধ না করলে পরের বার এসে দোকানটাই পুড়িয়ে দেব।’’ ঘটনার সমালোচনায় সরব বিভিন্ন মহল।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement