প্রতীকী ছবি।
মধ্যপ্রদেশে দশম শ্রেণির সোশ্যাল সায়েন্স পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে ছড়াল বিতর্ক । পরীক্ষার প্রশ্নপত্রে দু’-দু’বার পাকিস্তান অধিকৃত কাশ্মীর (পিওকে)-কে ‘আজাদ কাশ্মীর’ হিসেবে উল্লেখ করা হয়েছে। এই ঘটনায় রাজ্যের কংগ্রেস সরকারের তীব্র সমালোচনা করেছে বিজেপি।
শনিবার সকালে ছিল মধ্যপ্রদেশ বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন (এমপিবিএসই)-এর দশম শ্রেণির সোশ্যাল সায়েন্স বিষয়ের পরীক্ষা। পরীক্ষার একটি প্রশ্নে পরীক্ষার্থীদের ম্যাপে ‘আজাদ কাশ্মীর’ কোথায়, তা উল্লেখ করতে বলা হয়েছে। অন্য আর একটি প্রশ্নেও ‘আজাদ কাশ্মীর’ কথাটি উল্লেখ করা হয়েছে। পিওকে-কে ‘আজাদ কাশ্মীর’ বলে পাকিস্তান। ফলে এই প্রশ্নপত্র প্রকাশ্যে আসতেই শুরু হয় বিতর্ক। এমপিবিএসই-র এক কর্তা জানিয়েছেন, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমলনাথের নির্দেশে প্রশ্নকর্তা এবং মডারেটরকে সাসপেন্ড করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থাও নেওয়া হবে। বাতিল করা হয়েছে ওই দু’টি প্রশ্নও। ১০০ নম্বরের বদলে পরীক্ষা হচ্ছে ৯০ নম্বরে।
এই সব পদক্ষেপ অবশ্য মধ্যপ্রদেশের বিরোধী দল বিজেপিকে চুপ করাতে পারেনি। বিতর্কিত প্রশ্নপত্রের ছবি টুইটারে পোস্ট করে রাজ্যের বিজেপি মুখপাত্র রজনীশ আগরওয়াল বলেন, ‘‘কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ। এই বিষয়ে ভারত সরকার প্রস্তাবও পাশ করেছে। মধ্যপ্রদেশের কংগ্রেস জমানা কি আজাদ কাশ্মীর-কে স্বীকৃতি দিচ্ছে?’’ তাঁর আরও অভিযোগ, পাকিস্তান এবং বিচ্ছিন্নতাবাদীদের মতো কংগ্রেসের প্রবীণ নেতারাও ‘একই ভাষা’ ব্যবহার করে থাকেন। এই ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা রুজু করারও দাবি জানিয়েছেন রজনীশ।
আরও পড়ুন: কাগজ কলে আর্থিক দুর্নীতি, সিবিআইয়ের এফআইআর
অস্বস্তি এড়াতে কংগ্রেস মুখপাত্র নরেন্দ্র সালুজা বলেন, ‘‘এই ঘটনায় মুখ্যমন্ত্রী কমলনাথ খুবই ক্ষুব্ধ। তাঁর নির্দেশেই এমপিবিএসই-র দুই অধিকর্তাকে সাসপেন্ড করা হয়েছে।’’