Allegation of Rape against Constable

বয়ান রেকর্ড করার নামে মহিলাকে ধর্ষণের অভিযোগ! জয়পুরে আটক কনস্টেবল, তদন্ত শুরু পুলিশের

প্রতিবেশীর সঙ্গে বচসার জেরে থানায় অভিযোগ জমা পড়েছিল। সেই অভিযোগের প্রেক্ষিতে বয়ান রেকর্ড করার নামে মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠল এক কনস্টেবলেরবিরুদ্ধে। তাঁর ইতিমধ্যে আটক করেছে পুলিশ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ মার্চ ২০২৫ ২০:১৫
Share:
এই ধরনের খবরের ক্ষেত্রে আসল ছবি প্রকাশে আইনি নিষেধাজ্ঞা থাকে।

এই ধরনের খবরের ক্ষেত্রে আসল ছবি প্রকাশে আইনি নিষেধাজ্ঞা থাকে। —প্রতিনিধিত্বমূলক ছবি।

বয়ান রেকর্ড করার জন্য ডেকে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ কনস্টেবলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে রাজস্থানের জয়পুরে। অভিযুক্ত কনস্টেবলের বিরুদ্ধে ইতিমধ্যে এফআইআর রুজু হয়েছে। তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ করছেন পুলিশ। পাশাপাশি অভিযোগকারী নির্যাতিতার ডাক্তারি পরীক্ষা করানোরও ব্যবস্থা করা হয়েছে।

Advertisement

পুলিশ সূত্রে খবর, প্রতিবেশীর সঙ্গে বচসাকে ঘিরে নির্যাতিতার স্বামী স্থানীয় থানায় শুক্রবার একটি অভিযোগ জানিয়েছিলেন। ওই অভিযোগের প্রেক্ষিতে শনিবার ওই ব্যক্তির স্ত্রী এবং তিন বছরের সন্তানকে বয়ান রেকর্ড করার নামে কনস্টেবল একটি হোটেলে নিয়ে যান বলে অভিযোগ। নির্যাতিতার স্বামীর অভিযোগ, সেখানেই ওই কনস্টেবল তাঁর স্ত্রীকে ধর্ষণ করেছেন। জয়পুরের অতিরিক্ত পুলিশ কমিশনার (এসিপি) বিনোদ শর্মা জানান, শনিবার রাতেই নির্যাতিতার স্বামী থানায় ধর্ষণের অভিযোগ জানান। ওই অভিযোগের প্রেক্ষিতে একটি এআইআর রুজু করে তদন্ত শুরু হয়েছে।

এসিপি জানান, শনিবার নির্যাতিতার স্বামী বাড়িতে ছিলেন না। অভিযুক্ত কনস্টেবল নির্যাতিতার বাড়িতে ফোন করেন এবং বয়ান রেকর্ডের জন্য বাড়ি থেকে কিছুটা দূরে একটি জায়গায় দেখা করতে বলেন। অভিযোগ, তার পরে একটি বাইকে চাপিয়ে মহিলা এবং তাঁর সন্তানকে ওই হোটেলে নিয়ে যান কনস্টেবল। পরিবারের অভিযোগ, ঘটনার কথা জানাজানি হলে মহিলার স্বামীকে জেলে পাঠিয়ে দেওয়ারও হুমকি দিয়েছিলেন তিনি।

Advertisement

শনিবার রাতের ওই অভিযোগের পর রবিবার সকালেই কনস্টেবলকে আটক করে পুলিশ। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, তাঁকে জিজ্ঞাসাবাদ করছেন পুলিশকর্মীরা। পাশাপাশি নির্যাতিতার ধর্ষণের অভিযোগ যাচাই করার জন্য তাঁর ডাক্তারি পরীক্ষা করানোরও ব্যবস্থা করা হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement