Four Labourers Dead ek Mumbai

মুম্বইয়ে জলের ট্যাঙ্ক সাফ করতে নেমে চার শ্রমিকের মৃত্যু, এক জন আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন

খবর পেয়েই ঘটনাস্থলে যান পুলিশকর্মীরা এবং বৃহন্মুম্বই পুরসভার ওয়ার্ড কর্মীরা। কী ভাবে ওই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ মার্চ ২০২৫ ১৭:৪৬
Share:
এখানেই জলের ট্যাঙ্কে নেমে মৃত্যু হয়েছে চার শ্রমিকের।

এখানেই জলের ট্যাঙ্কে নেমে মৃত্যু হয়েছে চার শ্রমিকের। ছবি: সংগৃহীত।

মুম্বইয়ে জলের ট্যাঙ্ক পরিষ্কার করতে নেমে শ্বাসরোধ হয়ে মৃত্যু হল চার ঠিকা শ্রমিকের। রবিবার দুপুর সাড়ে ১২টা নাগাদ মুম্বইয়ের নাগপাড়ার মিন্ট রোডের কাছে একটি নির্মাণস্থলে জলের ট্যাঙ্ক পরিষ্কার করতে নেমে অসুস্থ হয়ে পড়েন পাঁচ জন শ্রমিক। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মধ্যে চার জনকে মৃত বলে ঘোষণা করেন। পঞ্চম জন আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।

Advertisement

মুম্বইয়ের দমকল সূত্রে খবর, রবিবার দুপুরে নাগপাড়ার মিন্ট রোডে বিসমিল্লাহ স্পেস বিল্ডিং কমপ্লেক্সের একটি নির্মীয়মাণ ভবনে ঘটনাটি ঘটে। সে সময় একটি জলের ট্যাঙ্ক পরিষ্কার করতে নেমেছিলেন পাঁচ জন শ্রমিক। তখনই শ্রমিকেরা অসুস্থ হয়ে পড়েন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোন দমকল কর্মীরা। দ্রুত তাঁদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁদের মধ্যে চার জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা।

খবর পেয়েই ঘটনাস্থলে যান পুলিশকর্মীরা এবং বৃহন্মুম্বই পুরসভার ওয়ার্ড কর্মীরা। কী ভাবে ওই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে। সংশ্লিষ্ট হাসপাতালের প্রধান চিকিৎসা আধিকারিক (সিএমও) নিশ্চিত করেছেন, যে পর্যাপ্ত অক্সিজেনের অভাবেই চার শ্রমিকের মৃত্যু হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, সেখানে নিয়ে আসার আগেই তাঁদের মৃত্যু হয়েছিল। তবে ট্যাঙ্কে কোনও বিষাক্ত গ্যাস ছিল কি না, খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement