Mamata Banerjee

কালবৈশাখীতে শালবনিতে ভেঙে পড়ল প্রশাসনের মঞ্চের একাংশ, সোমবার এখানেই কর্মসূচি মমতার

সোমবার মুখ্যমন্ত্রীর কর্মসূচি রয়েছে শালবনিতে। সেখানে উপস্থিত থাকার কথা জিন্দল গোষ্ঠীর কর্ণধারদের। ওই দিনই শিক্ষকদের চাকরি বাতিলের বিরুদ্ধে নবান্ন অভিযানের ডাক দিয়েছেন শিক্ষকসমাজের প্রতিনিধিরা।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ এপ্রিল ২০২৫ ২০:৪০
Share:
শালবনিতে ভেঙে পড়েছে মঞ্চের একাংশ।

শালবনিতে ভেঙে পড়েছে মঞ্চের একাংশ। — নিজস্ব চিত্র।

পশ্চিম মেদিনীপুরের শালবনিতে আগামী সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচি রয়েছে। জিন্দল গোষ্ঠীর তাপবিদ্যুৎ কেন্দ্রের শিলান্যাস করার কথা তাঁর। সে জন্য বাঁধা হচ্ছিল মঞ্চ। বৃহস্পতিবারের ঝড়বৃষ্টিতে সেই মঞ্চেরই একাংশ (হ্যাঙার) ভেঙে পড়ল।

Advertisement

আগামী সোমবারের কর্মসূচির জন্য জিন্দল গোষ্ঠীর কারখানার ভিতরে চলছিল মঞ্চ বাঁধার কাজ। বাঁশ, ত্রিপল বাঁধার কাজ অনেকটাই এগিয়ে গিয়েছিল। এর মধ্যেই বৃহস্পতিবার বিকেলের কালবৈশাখীতে ভেঙে পড়ল সেই মণ্ডপের হ্যাঙার। মাঠে জলকাদা জমেছে। এর ফলে বেশ বিপাকেই পড়লেন কর্মীরা। ঝড়বৃষ্টি থামতেই কর্মীরা ছুটে দিয়ে ত্রিপল, বাঁশ ঠিকঠাক করার কাজ শুরু করে দেন।

পূর্বাভাস ছিল। সেইমতো বৃহস্পতিবার বিকেল থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ঝড়বৃষ্টি শুরু হয়। কোথাও কোথাও হয় শিলাবৃষ্টি। পশ্চিম মেদিনীপুরের জন্য লাল সতর্কতা জারি করেছিল আলিপুর আবহাওয়া দফতর। সেখানে বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৬০ থেকে ৭০ কিলোমিটার গতিতে ঝড় বইতে পারে বলেও পূর্বাভাস ছিল। আর তাতেই ঘটল বিপত্তি। ভেঙে পড়ল শালবনিতে মুখ্যমন্ত্রীর কর্মসূচির জন্য বাঁধা মঞ্চের একাংশ।

Advertisement

সোমবার মুখ্যমন্ত্রীর কর্মসূচি রয়েছে শালবনিতে। সেখানে উপস্থিত থাকার কথা জিন্দল গোষ্ঠীর কর্ণধারদের। ওই দিনই শিক্ষকদের চাকরি বাতিলের বিরুদ্ধে নবান্ন অভিযানের ডাক দিয়েছেন শিক্ষকসমাজের প্রতিনিধিরা। বঞ্চিত চাকরিপ্রার্থী, চাকরিজীবী ও চাকরিহারা ঐক্য মঞ্চ ওই কর্মসূচির ডাক দিয়েছে। ওই কর্মসূচিতে যোগ দেওয়ার কথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। দলীয় পতাকা ছাড়াই তাঁর ওই কর্মসূচিতে যোগ দেওয়ার কথা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement