জিতলেন কনরাড

জয়ের ব্যবধানে পূর্ণ সাংমা নজির ভাঙলেন তাঁর ছেলে কনরাড। এনডিএ শরিক এনপিপি-র কনরাডের বিরুদ্ধে প্রার্থী ছিলেন মুখ্যমন্ত্রী মুকুল সাংমার স্ত্রী তথা মহেন্দ্রগঞ্জের বিধায়ক ডিকাঞ্চি ডি শিরা। ডিকাঞ্চির হয়ে প্রচারে নেমেছিলেন মুখ্যমন্ত্রী ও শাসক কংগ্রেস। তুরা কেন্দ্রে ডিকাঞ্চিকে ১ লক্ষ ৯৩ হাজার ভোটে পরাজিত করলেন কনরাড। রাজনৈতিক শিবিরের বক্তব্য, বিরাট ব্যবধানে কনরাডের জয়ে অনেকটা স্পষ্ট, রাজ্যে কংগ্রেস এবং মুকুলের জনপ্রিয়তা দ্রুত কমছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

গুয়াহাটি শেষ আপডেট: ২০ মে ২০১৬ ০২:৪৭
Share:

জয়ের ব্যবধানে পূর্ণ সাংমা নজির ভাঙলেন তাঁর ছেলে কনরাড। এনডিএ শরিক এনপিপি-র কনরাডের বিরুদ্ধে প্রার্থী ছিলেন মুখ্যমন্ত্রী মুকুল সাংমার স্ত্রী তথা মহেন্দ্রগঞ্জের বিধায়ক ডিকাঞ্চি ডি শিরা। ডিকাঞ্চির হয়ে প্রচারে নেমেছিলেন মুখ্যমন্ত্রী ও শাসক কংগ্রেস। তুরা কেন্দ্রে ডিকাঞ্চিকে ১ লক্ষ ৯৩ হাজার ভোটে পরাজিত করলেন কনরাড। রাজনৈতিক শিবিরের বক্তব্য, বিরাট ব্যবধানে কনরাডের জয়ে অনেকটা স্পষ্ট, রাজ্যে কংগ্রেস এবং মুকুলের জনপ্রিয়তা দ্রুত কমছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement