National News

ভাইকে সরাতে চাপ কনরাডকে

মেঘালয় ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স জোট সরকারের সিংহভাগ সদস্যই জেমসের কাজকর্মে অসন্তুষ্ট।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২০ ০২:০০
Share:

মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা। —ফাইল চিত্র।

ভাইকে সরানোর জন্য দাদার উপরে চাপ ক্রমশ বাড়াচ্ছে মেঘালয়ের শাসক জেটের শরিকরা। মেঘালয়ের স্বরাষ্ট্রমন্ত্রী জেমস সাংমা মুখ্যমন্ত্রী কনরাড সাংমার ভাই। মেঘালয় ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স জোট সরকারের সিংহভাগ সদস্যই জেমসের কাজকর্মে অসন্তুষ্ট। তাঁর ও তাঁর ঘনিষ্ঠদের বিরুদ্ধে দুর্নীতি ও অবৈধ কয়লা সিন্ডিকেটে জড়িত থাকার অভিযোগ উঠেছে। শরিক বিধায়করা তো বটেই, মন্ত্রিসভার সদস্যরাও জেমসকে সরানোর জন্য নিজেদের মধ্যে বৈঠক করেছেন। বিষয়টির সত্যতা মেনে নিয়ে মন্ত্রী এ এল হেক জানান, মেঘালয়ের রাজনৈতিক ইতিহাসে সম্ভবত এই প্রথম মন্ত্রিসভার বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রীর অপসারণ নিয়ে আলোচনা হচ্ছে। কয়লা চক্র ও অবৈধ কয়লা চালানে জেমসের সহকারী ও অন্যান্য সরকারি কর্তাদের জড়িত থাকার বিষয়টি নিয়ে মেঘালয় লোকায়ুক্ত ইতিমধ্যেই সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement