—প্রতীকী ছবি।
গত বছরের নভেম্বর-ডিসেম্বরে গুজরাত এবং হিমাচল প্রদেশের বিধানসভা ভোটে বিভিন্ন রাজনৈতিক দলের খরচের হিসাব দিল নির্বাচন কমিশন। তবে হিমাচল প্রদেশের প্রধান দুই প্রতিপক্ষ বিজেপি এবং কংগ্রেসের খরচের হিসাব দিলেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্য গুজরাতে পদ্ম-শিবিরের খরচের কোনও হিসাব এখনও দেওয়া হয়নি।
কমিশনের দেওয়া হিসাব বলছে, হিমাচল এবং গুজরাতের বিধানসভা ভোটে মোট ১৩০ কোটি টাকা খরচ করেছে কংগ্রেস। এর মধ্যে গুজরাতে ১০৩ কোটি ৬২ লক্ষ এবং হিমাচলে ২৭ কোটি ২ লক্ষ টাকা খরচ করেছে রাহুল গান্ধী, মল্লিকার্জুন খড়্গের দল। গুজরাতে হারলেও হিমাচল বিজেপির থেকে ছিনিয়ে নিয়েছে ‘হাত’।
বিজেপি সভাপতি জেপি নড্ডার রাজ্য হিমাচল প্রদেশের পরাজিত হলেও সেখানে কংগ্রেসের প্রায় দ্বিগুণ অর্থ ব্যয় করেছে পদ্ম-শিবির। টাকার অঙ্কে ৪৯ কোটি। তবে তাৎপর্যপূর্ণ ভাবে গুজরাতে বিজেপির বিধানসভা ভোটের আয়ব্যয়ের হিসাব এখনও প্রকাশ করেনি কমিশন।