সাত মাস পরে বাণিজ্যিক ভাবে ব্যবহৃত গ্যাসের সিলিন্ডারের দাম বাড়িয়েছে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি। প্রতীকী ছবি।
ইংরেজি নতুন বছর শুরু হয়েছে বাণিজ্যিক কাজে ব্যবহৃত সিলিন্ডারের মূল্যবৃদ্ধি দিয়ে। বাণিজ্যিক কাজে ব্যবহৃত ১৯ কিলোগ্রাম সিলিন্ডারের দাম ২৫ টাকা বাড়াল তেল সংস্থাগুলি। আর এ নিয়ে কেন্দ্রকে নিশানা করতে ছাড়েনি কংগ্রেস। দেশের প্রধান বিরোধী দলের কটাক্ষ, এটা দেশবাসীকে সরকারের নববর্ষের উপহার। কংগ্রেসের মতে, এর পরে পেট্রোপণ্যের দাম লাগাতার বাড়াতে থাকবে নরেন্দ্র মোদী সরকার।
সাত মাস পরে বাণিজ্যিক ভাবে ব্যবহৃত গ্যাসের সিলিন্ডারের দাম বাড়িয়েছে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি। তা নিয়ে আজ কংগ্রেসের টুইট, ‘দেশবাসীকে নতুন বছরের প্রথম উপহার। বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম আরও ২৫ টাকা বাড়ল। এতো সূচনা মাত্র’। তাদের আশঙ্কা, আগামী দিনে পেট্রোপণ্যের দাম আরও বাড়াতে থাকবে কেন্দ্র। বিরোধী শিবিরের যুক্তি, গুজরাত-সহ কয়েকটি রাজ্য বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে এলপিজি সিলিন্ডারের মতো স্পর্শকাতর জিনিসের দাম বাড়ায়নি মোদী সরকার। চলতি বছরে মধ্যপ্রদেশ, রাজস্থান, কর্নাটক-সহ বেশ কয়েকটি রাজ্যে নির্বাচন। তার আগে যতটা সম্ভব পেট্রোপণ্যের দাম বাড়াতে পারে সরকার।
যদিও এই সিলিন্ডারের মূল্যবৃদ্ধির পিছনে তেল সংস্থাগুলির যুক্তি, জ্বালানি গ্যাসের উৎপাদন খরচ বেড়েছে। বেড়েছে আন্তর্জাতিক বাজারে অশোধিত তেলের দামও। সেই কারণে বাড়ছে তেল সংস্থাগুলির খরচের পরিমাণ। ফলে গ্যাসের দাম বাড়ানো আবশ্যিক হয়ে পড়েছিল। প্রত্যাশিত ভাবেই, এই যুক্তি খারিজ করে দিয়েছে বিরোধী দলগুলি।