Rajiv Shukla on Pakistan

রাষ্ট্রপুঞ্জে পাকিস্তানকে তির কংগ্রেস সাংসদের

গতকাল নিউ ইয়র্কে পাকিস্তানের প্রতিনিধিদল রাষ্ট্রপুঞ্জের সাধারণ পরিষদের ফোর্থ কমিটির এক বিতর্কে কাশ্মীর প্রসঙ্গ তুলেছিল।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৭ নভেম্বর ২০২৪ ০৮:২০
Share:

কংগ্রেস সাংসদ রাজীব শুক্ল।

জম্মু-কাশ্মীর নিয়ে ভুয়ো তথ্য ছড়ানোর অভিযোগে রাষ্ট্রপুঞ্জের বিতর্কসভায় পাকিস্তানের বিরুদ্ধে সরব হলেন কংগ্রেস সাংসদ রাজীব শুক্ল। আজ এক্স হ্যান্ডলে তাঁর বক্তব্যের ভিডিয়ো প্রকাশ করেছেন রাজীব। তাঁকে বলতে শোনা যাচ্ছে, “একটি প্রতিনিধিদল (পাকিস্তানের) ফের এক বার এই বিশিষ্ট মঞ্চকে মিথ্যার প্রচারে ব্যবহার করল। অসত্য ও বিভ্রান্তির আশ্রয় নেওয়াটা তাঁদের অভ্যাসে দাঁড়িয়েছে। বিশ্বের সব থেকে বড় গণতন্ত্রকে নিজেদের মাপকাঠিতে বিচার করার চেষ্টা করেন তাঁরা।”

Advertisement

গতকাল নিউ ইয়র্কে পাকিস্তানের প্রতিনিধিদল রাষ্ট্রপুঞ্জের সাধারণ পরিষদের ফোর্থ কমিটির এক বিতর্কে কাশ্মীর প্রসঙ্গ তুলেছিল। তথ্য এবং এখনকার সময় সংক্রান্ত বিতর্কসভায় রাজ্যসভার কংগ্রেস সাংসদ রাজীব ও সমাজবাদী পার্টির রামগোপাল যাদব ছিলেন ভারতের প্রতিনিধি। সেখানে পাকিস্তানের প্রতিনিধি জম্মু-কাশ্মীর ও প্যালেস্টাইনের প্রসঙ্গ টানেন। এলাকা দখল করে মিথ্যার মাধ্যমে কণ্ঠরোধের কথা বলে খেদ প্রকাশ করেন। আজ তারই জবাবে রাজীব বলেন, “সম্প্রতি স্বচ্ছ ও অবাধ নির্বাচনে জম্মু-কাশ্মীরে রেকর্ড সংখ্যক মানুষ নিজের ভোট দিয়েছেন। হাজার বিভ্রান্তিতেও এই বাস্তব তথ্যটা বদলে দেওয়া যাবে না। ওই প্রতিনিধিদলের প্রতি আবেদন, আরও গঠনমূলক দৃষ্টিভঙ্গি এই মঞ্চে তুলে ধরুন।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement