ফের হুল। এ বার বিহারের নাহারকাটিয়ার কংগ্রেস বিধায়ক বিনয় বর্মা হুল বিদ্ধ। ‘শুখা রাজ্য’ বিহারে তাঁর অতিথিদের মদ্যপানের প্রস্তাব দিয়ে এবং নিজের ‘স্টক’ সম্পর্কে গল্প করেই ফেঁসে গিয়েছেন বর্মা। একটি টিভি চ্যানেল ‘স্টিং অপারেশন’ চালিয়ে এই গোটা ঘটনাটি সামনে এনেছে। অস্বস্তিতে পড়েছে বিহারের জোট সরকারের কনিষ্ঠ শরিক কংগ্রেস। দলের রাজ্য সভাপতি তথা নীতীশ সরকারের শিক্ষামন্ত্রী অশোক চৌধুরী জানিয়েছেন বর্মাকে শো-কজ করা হবে। আজ সকালেই সরকারি নির্দেশে বর্মার বাড়িতে তল্লাশি চালানো হয়েছে। তবে পুলিশ সূত্রে জানা গিয়েছে, সেখানে মদ পাওয়া যায়নি। বর্মা নিজে বলছেন, তাঁকে ফাঁদে ফেলা হয়েছে। উল্লেখ্য, সব রকম মদের উপর নিষেধাজ্ঞা জারি করেছে নীতীশের জোট সরকারই। আইনে বলা হয়েছে, মদ বিক্রি, মদ্যপান, এমনকী কাউকে মদ দিলেও তা অপরাধ হিসেবে গণ্য হবে। শাস্তি: ১০ বছর পর্যন্ত জেল ও ১০ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা।
আরও পড়ুন: বিহারে মদ বন্ধ: ১৩ বছর পর মা, বাবার ভাঙা সংসার জুড়ে দিল মেয়ে