BJP

কংগ্রেস ছেড়ে বিজেপিতে অঙ্কিতা

প্রাক্তন কংগ্রেসি মন্ত্রী বিস্মিতা গগৈও বিজেপিতে যাচ্ছেন। এ কথা ঘোষণা করেন প্রদেশ বিজেপি সভাপতি ভবেশ কলিতা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ জানুয়ারি ২০২৪ ০৭:২৯
Share:

—প্রতীকী ছবি।

রাহুল গান্ধীর ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’ রাজ্য ছাড়ার পরেই ধাক্কা খেল কংগ্রেসে। সদস্যপদ ফেরত চেয়ে রাহুলের যাত্রাপথে ধর্নায় বসা প্রাক্তন যুব কংগ্রেস সভানেত্রী অঙ্কিতা দত্ত বিজেপিতে যোগ দিতে চলেছেন। সেই সঙ্গে প্রাক্তন কংগ্রেসি মন্ত্রী বিস্মিতা গগৈও বিজেপিতে যাচ্ছেন। এ কথা ঘোষণা করেন প্রদেশ বিজেপি সভাপতি ভবেশ কলিতা। অঙ্কিতার বাবা ছিলেন প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি ও প্রাক্তন মন্ত্রী। বিস্মিতার শ্বশুর জীবকান্ত গগৈ ছিলেন কংগ্রেসের মন্ত্রী। দুই পুরনো কংগ্রেসি পরিবারের কন্যা ও পুত্রবধূকে দলে টানার পাশাপাশি আসুর প্রাক্তন সভাপতি দীপাঙ্ক নাথ, প্রাক্তন সভাপতি শঙ্কর প্রসাদ রায় ও প্রাক্তন সহ-সভাপতি ও উপদেষ্টা প্রকাশ দাসও বিজেপিতে যোগ দিচ্ছেন বলে কলিতা জানান। আপ থেকে সাসপেন্ড হওয়া নেতা কমল কুমার মেধিও যোগ দেবেন বিজেপিতে। কলিতা জানান, নবাগতরা দলের হয়ে কাজ করবেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement