Ahmed Patel

করোনায় আক্রান্ত হয়ে আইসিইউ-তে ভর্তি কংগ্রেস নেতা অহমেদ পটেল

পটেলের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কংগ্রেস নেতারা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৫ নভেম্বর ২০২০ ১৯:৫৭
Share:

আহমেদ পটেল। ফাইল চিত্র।

ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিএই)-এ স্থানান্তরিত করা হল কংগ্রেসের শীর্ষ নেতা অহমেদ পটেলকে। অক্টোবরের প্রথম সপ্তাহে কোভিডে আক্রান্ত হন পটেল। চিকিৎসার জন্য তাঁকে গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে ভর্তি করানো হয়।

রবিবার টুইট করে পটেলের ছেলে ফয়জল জানান, ‘কয়েক সপ্তাহ আগেই কোভিড পজিটিভ ধরা পড়ে অহমেদ পটেলের। গুরুগ্রামের মেদান্ত হাসপাতালের আইসিইউ-তে স্থানান্তরিত করা হয়েছে। চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি। তবে তাঁর অবস্থা স্থিতিশীল। তাঁর দ্রুত আরোগ্য কামনা করছি’।

পটেলের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কংগ্রেস নেতারা। আনন্দ শর্মা টুইট করেন, ‘বন্ধুর শারীরিক অবস্থা নিয়ে আমি উদ্বিগ্ন। ওঁর দ্রুত আরোগ্য কামনা করছি।’ শশী তারুর যেমন বলেছেন, “অহমেদ পটেল ভারতীয় রাজনীতির এক অসাধারণ ব্যক্তিত্ব। ওঁর দ্রুত সুস্থতা কামনা করছি।”

আনন্দ শর্মা এবং তারুর ছাড়াও রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গহলৌতও পটেলের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

Advertisement

আরও পড়ুন: সপ্তম বারের জন্য বিহারের মুখ্যমন্ত্রী হতে চলেছেন নীতীশ, শপথ কাল

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement