T. S. Singh Deo

সিংহদেওয়ের মোদী-বন্দনা, কপালে ভাঁজ কংগ্রেসের

ছত্তীসগঢ়ে বিধানসভা ভোটের আগে মুখ্যমন্ত্রী ভূপেশ বঘেল এবং কংগ্রেসের ঘরে অস্বস্তি ঢুকিয়ে দিলেন উপমুখ্যমন্ত্রী তথা প্রভাবশালী কংগ্রেস নেতা টি এস সিংহদেও।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৩ ০৫:১৬
Share:

কংগ্রেস নেতা টি এস সিংহদেও। ছবি: সংগৃহীত।

মঞ্চ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাজকর্মের উচ্ছ্বসিত প্রশংসা আর পারস্পরিক করমর্দন। এই একটা ছবিতেই ছত্তীসগঢ়ে বিধানসভা ভোটের আগে মুখ্যমন্ত্রী ভূপেশ বঘেল এবং কংগ্রেসের ঘরে অস্বস্তি ঢুকিয়ে দিলেন উপমুখ্যমন্ত্রী তথা প্রভাবশালী কংগ্রেস নেতা টি এস সিংহদেও।

Advertisement

গত বৃহস্পতিবার ছত্তীসগঢ়ে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করেন মোদী। সেই সব অনুষ্ঠানের একটিতে মোদীকে মঞ্চে স্বাগত জানিয়ে সিংহদেও বলেন, ‘‘আপনি এখানে কিছু দিতে এসেছেন। আপত্তি ছত্তীসগঢ়কে অনেক দিয়েছেন এবং আশা রাখি, ভবিষ্যতেও এই রাজ্যকে আপনি আরও অনেক কিছু দেবেন।’’ এটুকু বলেই ক্ষান্ত দেননি কংগ্রেসের এই প্রভাবশালী নেতা তথা উপমুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘‘আমরা কেন্দ্রের দেখানো পথ ধরে চলছি এবং এটা বলতে ভুলব না যে, আমার অভিজ্ঞতায় আমি কোনও পক্ষপাতিত্ব দেখিনি। রাজ্যের জন্য যখনই কেন্দ্রের কাছে কিছু চেয়েছি, তারা কখনও সাহায্য করতে অস্বীকার করেনি। আমি বিশ্বাস করি কেন্দ্র এবং রাজ্য এক সঙ্গে কাজ করবে এবং দেশ ও রাজ্যকে এগিয়ে নিয়ে যাবে।’’

এমনিতে কোনও অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে বলা এই সব কথা বলা হয়েই থাকে। কিন্তু ছত্তীসগঢ়ে সিংহদেও যে সময় কথাগুলি বলছেন, তার কয়েক মাস পরেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার কয়েক মাস পরে, আগামী বছরে লোকসভা নির্বাচন। ছত্তীসগঢ়ে গত বিধানসভা ভোটে কংগ্রেস মূলত ভূপেশ বঘেল এবং টি এস সিংহদেওয়ের কাঁধে ভর দিয়ে বিপুল জয় পায়। সে সময় কংগ্রেস শীর্ষ নেতৃত্ব বঘেলকেই মুখ্যমন্ত্রী বেছে নেয়। সিংহদেওকে করা হয় উপমুখ্যমন্ত্রী।

Advertisement

রাজ্য কংগ্রেসের একটি সূত্রের দাবি, সিংহদেও তখন থেকে কেন্দ্রীয় নেতৃত্বকে চাপ দিতে থাকেন, বঘেলকে মাঝপথে সরিয়ে তাঁকে মুখ্যমন্ত্রিত্ব দেওয়া হোক। কিন্তু কংগ্রেস নেতৃত্বে তাতে নারাজ। রাজ্যে বঘেলের জনপ্রিয়তা বিপুল। মূলত তাঁর জনপ্রিয়তা এবং কাজে ভর করেই ফের ছত্তীসগঢ়ে ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে কংগ্রেস। পাশাপাশি লোকসভা ভোটেও সে রাজ্য থেকে সিংহ ভাগ আসন জয়ের অঙ্ক রয়েছে দলের। এই অবস্থায় কংগ্রেস নেতাদের বিপাকে ফেলেছে সিংহদেওয়ের দাবি এবং তা না পূরণ হওয়ার ক্ষোভ। ছত্তীসগঢ়ে সিংহদেও পরিবারের প্রভাব কম নয়। গুরুত্বপূর্ণ বিধানসভা এবং লোকসভা ভোটের আগে সেটা বিলক্ষণ ভাবাচ্ছে কংগ্রেস নেতৃত্বকে।

তবে অনেকেই মনে করছেন, এ ভাবে অনুষ্ঠান মঞ্চ থেকে প্রকাশ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করে আসলে দলকেই বার্তা দিতে চেয়েছেন সিংহদেও। গত লোকসভা ভোটে শোচনীয়। হারের পরে রাজ্য বিজেপি সেখানে অনেকটাই ছন্নছাড়া। মুখ্যমন্ত্রিত্বের আশায় সিংহদেও তাদের হাত ধরলেও জয় নিয়ে অনিশ্চয়তা রয়েছে। তা ছাড়া ছত্তীসগঢ়ে বিজেপি ফের প্রাক্তন মুখ্যমন্ত্রী রমন সিংহকে সামনে রেখেই লড়বে বলে সূত্রের খবর। সে ক্ষেত্রে বিজেপি জিতলেও সিংহদেওয়ের মুখ্যমন্ত্রিত্ব পাওয়ার সম্ভাবনা কম। তখন তাঁর দু’দিকই যাবে। কিন্তু নিজের প্রভাবের কথা মাথায় রেখে সিংহদেও প্রকাশ্যে মোদীর প্রশংসা করে নিজের দলকে ঘুরিয়ে সতর্ক করেছেন বলেই মনে করছেন অনেকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement