অল্পেশকে নিয়ে অস্বস্তি কংগ্রেসে

আক্রমণের লক্ষ্য ছিল শাসক বিজেপি সরকার। কিন্তু গুজরাতে হিন্দিভাষী খেদাও বির্তকে মূল অভিযুক্ত হিসেবে দলীয় বিধায়ক অল্পেশ ঠাকোরের নাম উঠে আসায় কিছুটা হলেও ব্যাকফুটে কংগ্রেস।

Advertisement

নিজস্ব সংবাদাদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ১২ অক্টোবর ২০১৮ ০২:২৯
Share:

—ফাইল চিত্র।

আক্রমণের লক্ষ্য ছিল শাসক বিজেপি সরকার। কিন্তু গুজরাতে হিন্দিভাষী খেদাও বির্তকে মূল অভিযুক্ত হিসেবে দলীয় বিধায়ক অল্পেশ ঠাকোরের নাম উঠে আসায় কিছুটা হলেও ব্যাকফুটে কংগ্রেস। কেন্দ্রীয় নেতৃত্ব ক্ষুব্ধ বুঝে তড়িঘড়ি আজ ভাবমূর্তি উদ্ধারে আমদাবাদে এক দিনের জন্য অনশনে বসেন অল্পেশ।

Advertisement

তাঁর দাবি, তিনি সুবিচার চেয়ে সরব হয়েছিলেন। কিন্তু শাসক শিবির রাজনীতি করে উল্টে তাঁকেই দোষী বানিয়ে দিয়েছে।

২৮ সেপ্টেম্বর সবরকণ্ঠা জেলায় ১৪ মাসের এক শিশু ধর্ষণের ঘটনায় বিহারের এক বাসিন্দাকে গ্রেফতারের পরে গোলমালের শুরু। অভিযোগ, তার পর থেকে হিন্দিভাষীদের খেদানো শুরু হয়। উত্তরপ্রদেশ ও বিহার থেকে আসা ঠিকা শ্রমিকেরা দলে দলে গুজরাত ছাড়তে শুরু করেন। সরব হন রাহুল গাঁধী।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement