উত্তরাখণ্ডে রাষ্ট্রপতি শাসন জারির সিদ্ধান্তের বিরুদ্ধে নৈনিতাল হাইকোর্টের দ্বারস্থ হচ্ছে কংগ্রেস। রাজ্য সরকারকে বরখাস্ত করে রবিবারই সেখানে রাষ্ট্রপতি শাসন জারি করেছে কেন্দ্র। আজ, সোমবার আস্থা ভোট হওয়ার কথা ছিল উত্তরাখণ্ড বিধানসভায়। তার আগের দিন সন্ধ্যায় সরকারকে বরখাস্ত করে বিজেপি তথা কেন্দ্র গণতন্ত্রকে হত্যা করেছে, অভিযোগ কংগ্রেসের।
উত্তরাখণ্ডে সরকার বরখাস্ত করার ঘটনাকে বিভিন্ন রাজ্যের নির্বাচনে ইস্যু হিসেবে তুলে ধরার সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস। প্রথমে অরুণাচলে কংগ্রেসের সরকার ফেলে দেওয়া হয়েছে। তার পর এক মাস কাটতে না কাটতেই বরখাস্ত করা হল উত্তরাখণ্ডের কংগ্রেস সরকারকে। বিজেপি এই ভাবে বিরোধী দলগুলির চিহ্ন মুছে দিতে চাইছে বলে প্রচার শুরু করতে চায় কংগ্রেস। নৈনিতাল হাইকোর্টে যে মামলা করা হচ্ছে, তাতেও বিজেপি-র চক্রান্তের অভিযোগই আনার সিদ্ধান্ত হয়েছে। কংগ্রেস বিধায়কদের ভাঙিয়ে নেওয়া এবং সরকার ফেলে দেওয়ার ছক কী ভাবে কষা হয়েছিল, বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় একটি নিউজ চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে ইতিমধ্যেই তা স্বীকার করেছেন বলে কংগ্রেসের দাবি। বিজয়বর্গীয়ই এই চক্রান্তের মূল পান্ডা বলে কংগ্রেসের অভিযোগ।
আরও পড়ুন:
রাষ্ট্রপতি শাসনে উত্তরাখণ্ড, হুলে বিদ্ধ সরকার বরখাস্ত