ফাইল চিত্র।
এক দেশ-এক রেশন কার্ড চালুর জন্য ফের পশ্চিমবঙ্গের উপরে চাপ তৈরি করল কেন্দ্র।
দেশের যে কোনও প্রান্তে ব্যবহারের উপযোগী ওই ডিজিটাল কার্ড যত দ্রুত সম্ভব চালু করতে চায় মোদী সরকার। এ বিষয়ে কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের অগ্রগতি কতটা, বুধবারই এক বিজ্ঞপ্তিতে তা খোলসা করেছে তারা। সেখানেই পশ্চিমবঙ্গ সম্পর্কে লেখা হয়েছে, এই ডিজিটাল রেশন কার্ডের ব্যবহার রাজ্য সরকার এখনও শুরু করেনি। অথচ ২০২১ সালের মার্চের মধ্যে এই প্রকল্পের কাজ শেষের বিষয়ে আগে ইঙ্গিত দিয়েছিল তারা। সেই সময়সীমা রাজ্য মানবে বলেই আশা করছে দিল্লি।
সাম্প্রতিক অতীতে রাজ্য সরকার অবশ্য একাধিক বার জানিয়েছে যে, ওই কার্ড চালুর বিষয়ে আপত্তি রয়েছে তাদের। চিঠি দিয়ে সেই আপত্তির কথা কেন্দ্রকে জানিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। করোনার কঠিন পরিস্থিতি যুঝতে সমস্ত রাজ্যের বাড়তি ঋণ পাওয়ার ক্ষেত্রে যে চার শর্ত কেন্দ্র চাপিয়েছে, তার অন্যতম এই অভিন্ন রেশন কার্ড চালু করা। কিন্তু প্রধানমন্ত্রীর সঙ্গে ভিডিয়ো-বৈঠকে সেই শর্তও না-চাপাতে অনুরোধ করেছেন মমতা।