প্রসূতির চিকিৎসায় ডাক্তারের গাফিলতির অভিযোগে উত্তেজনা ছড়াল শিলচর সতীন্দ্র মোহন দেব সিভিল হাসপাতালে।
কাটিগড়া মহকুমার হিলুয়াটিলার রিনা দাস তিন মাসের অন্তঃসত্ত্বা। আজ আচমকা তাঁর রক্তক্ষরণ শুরু হয়। বেলা বারোটা নাগাদ তাঁকে পরিবারের লোকেরা সিভিল হাসপাতালে নিয়ে আসেন। কিন্তু ডাক্তার বা স্বাস্থ্যকর্মীদের কাছ থেকে উপযুক্ত সাড়া পাননি বলে তাঁদের অভিযোগ। প্রসূতির দাদা গিরীন্দ্র দাস বলেন, ‘‘জরুরি চিকিৎসার প্রয়োজন বলেই এতদূর থেকে রোগীকে নিয়ে যাই। পরে ডাক্তারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ‘মাইনর অপারেশন’-এর প্রয়োজন বলেই সারেন। কী করতে হবে, কখন অপারেশন হবে—কোনও প্রশ্নের উত্তর মিলছিল না।’’
এতেই উত্তেজনা ছড়ায়। রোগীর পরিজনরা অপারেশনের দাবিতে হইচই বাঁধান। শেষে হাসপাতালের রক্ষীরা উত্তেজিত জনতাকে বের করে দেয়। পরে রোগীকে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ডাক্তার অলকানন্দা নাথ বলেন, ‘‘প্রসূতির ব্লিডিং হচ্ছিল। বললাম, মাইনর অপারেশন করতে হবে। ওটি লাগবে। বসতে হবে। কারণ অপারেশন চলছিল ।’’ হাসপাতালের অভিযোগ, রোগীর বাড়ির লোকেরা না বুঝেই গোলমাল শুরু করেন।