কঙ্গনা রানাওয়াত। —ফাইল চিত্র।
দেশের স্বাধীনতার অমর্যাদা এবং বিভিন্ন অংশের মানুষের মধ্যে সম্প্রীতির মনোভাব নষ্ট করতে চাওয়ার অভিযোগ এনে অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ হল কংগ্রেস। সম্প্রতি একটি সর্বভারতীয় টিভি চ্যানেলের অনুষ্ঠানে কঙ্গনা মন্তব্য করেছিলেন, ১৯৪৭ সালের স্বাধীনতা আসলে ‘ভিক্ষা’ ছিল। ভারত প্রকৃত অর্থে স্বাধীন হয়েছে ২০১৪ সালে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পরে। তাঁর ওই মন্তব্যে স্বাধীনতা সংগ্রামীদের অসম্মান করা হয়েছে এবং হিংসায় উস্কানি দেওয়া হয়েছে, এই মর্মে ব্যারাকপুর কমিশনারেটের টিটাগড় থানায় অভিযোগ দাখিল করেছেন কংগ্রেস নেতা কৌস্তুভ বাগচী। তাঁর অভিযোগপত্রকে এফআইআর হিসেবে গণ্য করার আবেদন জানিয়েছেন তিনি।