Company

Company: প্রতিষ্ঠাতার মৃত্যুর খবর জানাতে পেরে আনন্দিত! ছড়িয়ে পড়ল রাজস্থানের সংস্থার চিঠি

নেটমাধ্যমে ছড়িয়ে পড়া চিঠিতে দেখা যাচ্ছে, সেটি গত বৃহস্পতিবার বম্বে স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ২৭ অগস্ট ২০২২ ১৯:৩২
Share:

ভাইরাল সেই চিঠি

প্রয়াত হয়েছেন সংস্থার প্রতিষ্ঠাতা। চিঠি দিয়ে প্রতিষ্ঠাতার মৃত্যুর খবর জানানো হয়েছে শেয়ার বাজার কর্তৃপক্ষকে। সেই চিঠিই ছড়িয়ে পড়ল নেটমাধ্যমে। সংস্থার চিঠিতে লেখা হয়েছে, ‘আমাদের সংস্থার প্রতিষ্ঠাতার মৃত্যুর খবর জানাতে পেরে আমরা আনন্দিত।’

Advertisement

নেটমাধ্যমে ছড়িয়ে পড়া চিঠিতে দেখা যাচ্ছে, সেটি গত বৃহস্পতিবার বম্বে স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। চিঠির প্রেরক সংস্থা— রাজস্থানের ‘একে স্পিনটেক্স লিমিটেড’। লেখা হয়েছে, ‘আমাদের সংস্থার প্রতিষ্ঠাতা সরোজ দেবী ছাবড়া আর বেঁচে নেই। তাঁর মৃত্যুর খবর জানাতে পেরে আমরা আনন্দিত। সরোজ দেবী ছাবড়ার হাতে সংস্থার ৪,৪১,০০০ শেয়ার রয়েছে, যা মোট অংশীদারিত্বের ৮.৭৬ শতাংশ। আপনারা এই তথ্য নথিভুক্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ করুন।’ চিঠির শেষ স্বাক্ষর করেছেন সংস্থার সম্পাদক আশিসকুমার বাগরেচা।

এই চিঠি ছড়িয়ে পড়তেই অনেকে সংস্থাকে নিশানা করে কটাক্ষ করতে শুরু করেছেন। লক্ষ্য আশিসকুমার। এক টুইটার ব্যবহারকারী লেখেন, ‘যিনি স্বাক্ষর করেছেন, তাঁর উপর এত কাজের বোঝা চাপাবেন না।’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement