Bagda

Bagda: বাগদা সীমান্তে মহিলাকে গণধর্ষণের অভিযোগে ধৃত দুই বিএসএফ জওয়ান

 বিএসএফ-এর ৬৮ নম্বর ব্যাটালিয়ানের এক জন এএসআই ও এক জন কনস্টেবলকে গ্রেফতার করা হয়েছে বলে খবর বাগদা থানার পুলিশ সূত্রে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বাগদা শেষ আপডেট: ২৬ অগস্ট ২০২২ ২৩:২৫
Share:

প্রতীকী ছবি।

বাগদা সীমান্তে এক মহিলাকে গণধর্ষণের অভিযোগে গ্রেফতার হলেন বিএসএফ-এর দুই জওয়ান। বিএসএফ-এর ৬৮ নম্বর ব্যাটালিয়ানের এক জন এএসআই ও এক জন কনস্টেবলকে গ্রেফতার করা হয়েছে বলে খবর বাগদা থানার পুলিশ সূত্রে।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে গণধর্ষণের অভিযোগ দায়ের হয়েছে। নির্যাতিতার অভিযোগ, উত্তর ২৪ পরগনার বাগদা সীমান্তের জিতপুর বিওপির কাছে তাঁকে গণধর্ষণ করা হয়েছে। তাঁর অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার হয়েছেন দুই জওয়ান। বনগাঁ পুলিশ জেলার এসপি তরুণ হালদার বলেন, ‘‘এক মহিলা অভিযোগ করেছেন, বাগদা সীমান্তের জিতপুর বিওপির কাছে তাঁকে গণধর্ষণ করেছেন দুই জওয়ান। আমাদের কাছে লিখিত অভিযোগ জমা পড়েছে। ওই অভিযোগের ভিত্তিতে আমরা দুই জওয়ানকে গ্রেফতার করেছি। তাঁদের এক জন এএসআই ও এক জন কনস্টেবল। ঘটনার পর থেকে এলাকায় সামান্য উত্তেজনা তৈরি হয়েছে। আমরা সব পরিস্থিতির দিকে নজর রাখছি।’’

এসপি জানান, ধৃতদের শনিবার বনগাঁ মহকুমা আদালতে হাজির করানো হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement