তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফাইল চিত্র।
দেশের কোভিড পরিস্থিতি
দেশের করোনা পরিস্থিতি উদ্বেগ বাড়াচ্ছে। দিন দিন ঊর্ধ্বমুখী হয়ে চলেছে করোনা সংক্রমিতের সংখ্যা। স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা ৫,৩৩৫। দিল্লিতে করোনার নতুন উপরূপ ছড়িয়ে পড়েছে। এই অবস্থায় আজ, শুক্রবার করোনা আক্রান্ত কত হয় সে দিকে নজর থাকবে।
আইপিএলে লখনউ-হায়দরাবাদ
আজ আইপিএলে লখনউ বনাম হায়দরাবাদের খেলা রয়েছে। সন্ধ্যা সাড়ে ৭টা থেকে খেলাটি শুরু হবে। নজর থাকবে এই খেলার দিকে।
হনুমান জয়ন্তী পরবর্তী পরিস্থিতি
বৃহস্পতিবার রাজ্যে নির্বিঘ্নেই পালিত হয়েছে হনুমান জয়ন্তী। কলকাতা হাই কোর্টের নির্দেশ মতো তিন জেলায় তিন কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন ছিল। আজ হনুমান জয়ন্তী পরবর্তী পরিস্থিতির দিকে নজর থাকবে।
আলিপুরদুয়ারে অভিষেকের সভার প্রস্তুতি
শনিবার আলিপুরদুয়ারে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা রয়েছে। পঞ্চায়েত ভোটের আবহে উত্তরবঙ্গে তাঁর জনসভা। আজ ওই সভার প্রস্তুতির দিকে নজর থাকবে।
গ্রাফিক: শৌভিক দেবনাথ।
রাজ্যে ঝড়বৃষ্টি হল কি না এবং পূর্বাভাস কী?
চৈত্র মাস এখনও শেষ হয়নি, তার আগেই রাজ্যের বেশ কিছু এলাকায় তাপমাত্রা ৪০ ডিগ্রির কাছাকাছি পৌঁছে গিয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী সপ্তাহে কোথাও কোথাও তাপপ্রবাহ হতে পারে। তাদের পূর্বাভাস, আগামী ক'দিন রাজ্যের কোথাও আপাতত বৃষ্টির সম্ভাবনা আর নেই। বরং ধীরে ধীরে গরম আরও বাড়বে। এই অবস্থায় আজ আবহাওয়া সংক্রান্ত খবরের দিকে নজর থাকবে।
নিয়োগ বিতর্ক এবং তদন্ত
স্কুলে নিয়োগ নিয়ে প্রতি দিনই নতুন নতুন তথ্য উঠে আসছে। তা ঘিরে বিতর্কও তৈরি হয়েছে। চলছে বাম বনাম তৃণমূল জমানায় চাকরি হওয়া নিয়ে চাপান-উতোর। অন্য দিকে, নিয়োগ দুর্নীতি নিয়ে চলছে সিবিআই এবং ইডির তদন্ত। ধৃত তৃণমূল নেতা কুন্তল ঘোষ সিবিআইয়ের বিরুদ্ধে চাপ দেওয়ার অভিযোগ তুলেছেন। এই অবস্থায় আজ নজর থাকবে এই খবরের দিকে।