News of the Day

সুপ্রভাত, আজ: কী হচ্ছে, কী হবে, নজরে ৯

সিএএ নিয়ে করা একাধিক মামলা শুনবে সুপ্রিম কোর্ট। স্কুলে নিয়োগ দুর্নীতি মামলায় পার্থকে হাজিরা করানো হবে আদালতে। বিদেশ যেতে চেয়ে ইডির বিরুদ্ধে অভিষেকের শ্যালিকার মামলা হাই কোর্টে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২২ ০৭:১৬
Share:

রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। ফাইল চিত্র।

গুজরাতে সেতু দুর্ঘটনার পরবর্তী পরিস্থিতি

Advertisement

রবিবার গুজরাতের মোরবিতে নদীর উপর সেতু ভেঙে পড়ে। এই ঘটনায় ৬০ জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রশাসনের। তৎপরতার সঙ্গে শুরু হয়েছে উদ্ধারকাজ। কী ভাবে সেতুটি ভেঙে পড়ল তা নিয়ে তদন্তও শুরু হয়েছে। আজ আরও কত জনের মৃত্যু হল, এর তদন্ত এবং ঘটনার পরবর্তী পরিস্থিতির দিকে নজর থাকবে।

সিএএ নিয়ে মামলার শুনানি সুপ্রিম কোর্টে

Advertisement

সংশোধিত নাগরিকত্ব আইন বা সিএএ-র সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে ২৩২টি মামলা দায়ের হয় সুপ্রিম কোর্টে। অধিকাংশই জনস্বার্থ মামলা। আজ, সোমবার এগুলির শুনানি রয়েছে।

পার্থকে সশরীরে হাজিরা করানো হবে আদালতে

নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জেলবন্দি রয়েছেন। আজ তাঁকে সশরীরে আলিপুর কোর্টে হাজি করাবে সিবিআই। আদালত পরবর্তী কী নির্দেশ দেয় সে দিকে নজর থাকবে।

এসএসসি প্রাক্তন আধিকারিকদের আদালতে হাজিরা

স্কুলে নিয়োগ দুর্নীতি মামলায় সুবীরেশ ভট্টাচার্য, শান্তিপ্রসাদ সিনহা, কল্যাণময় গঙ্গোপাধ্যায়-সহ স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন কয়েক জন আধিকারিককে গ্রেফতার করে সিবিআই। এখন তাঁরা জেল হেফাজতে রয়েছেন। আজ তাঁদের হাজির করানো হবে আলিপুর আদালতে। আদালত পরবর্তী কী নির্দেশ দেয় সে দিকে নজর থাকবে।

ইডি মামলায় পার্থ ও অর্পিতার ব্যাঙ্কশাল কোর্টে শুনানি

স্কুলে নিয়োগ দুর্নীতি মামলায় আলিপুর আদালতে পার্থ চট্টোপাধ্যায়কে হাজিরা করাবে সিবিআই। একই দিনে তাঁর এবং অর্পিতা মুখোপাধ্যায়ের মামলার শুনানি রয়েছে ব্যাঙ্কশাল কোর্টে। সেখানে তাঁদের ভার্চুয়াল মাধ্যমে উপস্থিত থাকার কথা। এই মামলায় আদালত পরবর্তী কী নির্দেশ দেয় সে দিকে নজর থাকবে।

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

অভিষেকের শ্যালিকার মামলা হাই কোর্টে

বিদেশ যেতে বাধা দিচ্ছে ইডি। এই অভিযোগ তুলে বিদেশ যেতে চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা মেনকা গম্ভীর। এর আগে তাঁর মামলাটি নির্দিষ্ট বেঞ্চে স্থানান্তরিত করেছিল অবকাশকালীন বেঞ্চ। আজ হাই কোর্টে ওই মামলাটির শুনানি রয়েছে।

টি২০ বিশ্বকাপ

আজ টি২০ বিশ্বকাপে অস্ট্রেলিয়া ও আয়ারল্যান্ডের ম্যাচ রয়েছে। দুপুর দেড়টা থেকে এই খেলাটি শুরু হবে। এ ছাড়া দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হারার পর ভারতীয় দলের খবরের দিকে নজর থাকবে।

রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি

রাজ্যে ডেঙ্গির প্রকোপ অব্যাহত। বাড়ছে আক্রান্তের সংখ্যা বেড়েই। রবিবার ডেঙ্গি আক্রান্ত হয়ে রাজ্যে মৃত্যু হয়েছে এক জনের। উত্তর ২৪ পরগনা, মুর্শিদাবাদ, দার্জিলিং, কলকাতা ও হাওড়া এই ৫ জেলায় আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। আজ এই সংক্রান্ত খবরের দিকে নজর থাকবে।

আবহাওয়া কেমন?

ঠান্ডা অনুভূত হলেও এখনই শীত পড়ছে না রাজ্যে। আবহাওয়া দফতর জানিয়েছে, আপাতত আগামী ৫ দিন কলকাতা ও সংলগ্ন এলাকায় শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। তাপমাত্রার খুব একটা হেরফের হবে না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement