প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছবি: পিটিআই
প্রধানমন্ত্রীর ‘মন কি বাত’
আজ সকাল ১১টায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘মন কি বাত’ রয়েছে। তিনি কী বলেন সে দিকে নজর থাকবে।
ভারত-নিউ জ়িল্যান্ড দ্বিতীয় এক দিনের ম্যাচ
নিউজিল্যান্ডের বিরুদ্ধে এক দিনের সিরিজের প্রথম ম্যাচ হেরেছে ভারত। আজ সকাল সাড়ে ৭টায় দ্বিতীয় ম্যাচ রয়েছে। সে দিকে নজর থাকবে।
বিশ্বকাপ ফুটবল
আজ ফুটবল বিশ্বকাপের চারটি ম্যাচ রয়েছে— বিকেল সাড়ে ৩টেয় জাপান বনাম কোস্টা রিকা। এর পরে রয়েছে বেলজিয়াম বনাম মরক্কো, ক্রোয়েশিয়া বনাম কানাডা, স্পেন বনাম জার্মানির ম্যাচ।
আইএসএল: ইস্টবেঙ্গল-জামশেদপুর এফসিআজ
আইএসএলে জামশেদপুর এফসির বিরুদ্ধে মাঠে নামছে ইস্টবেঙ্গল। লাল-হলুদের এই ম্যাচটির দিকে নজর থাকবে।
মিঠুনের রাঢ়বাংলা সফর
পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করে রাঢ়বঙ্গ সফরে বেরিয়েছেন রাজ্য বিজেপির কোর কমিটির অন্যতম সদস্য মিঠুন চক্রবর্তী। তাঁর এই জেলা সফরে নজর থাকবে।
গ্রাফিক: শৌভিক দেবনাথ।
শ্রদ্ধা খুনের তদন্ত কোন পথে
শ্রদ্ধা ওয়ালকর হত্যার তদন্তে নতুন নতুন তথ্য উঠে আসছে দিল্লি পুলিশের হাতে। মূল অভিযুক্ত আফতাব আমিন পুনাওয়ালাকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁকে জিজ্ঞাসাবাদ করেই এই খুনের একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। নজর থাকবে এই সংক্রান্ত খবরের দিকে।
রাজ্যের আবহাওয়া কেমন
রাজ্যে ধীরে ধীরে পারদ নামছে। শীতের আগমন ঘটছে। আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তরে হাওয়ার প্রভাবে শীতভাব বজায় থাকবে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা দুই-ই ধীরে ধীরে কমবে।
রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি
রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা কমছে না। মোট আক্রান্তের সংখ্যা ৫৫ হাজার ছাড়িয়ে গিয়েছে। বাড়ছে মৃত্যুর সংখ্যাও। পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৪ দফা নির্দেশিকা জারি করেছে স্বাস্থ্য দফতর। হাসপাতালগুলিকে তা মেনে চলতে বলা হয়েছে। ডেঙ্গি পরিস্থিতি নিয়ে রাজনৈতিক চাপানউতরও শুরু হয়েছে রাজ্য জুড়ে। সব মিলিয়ে ডেঙ্গি সংক্রান্ত খবরের দিকে আজ নজর থাকবে।