অঙ্কিতা ভাণ্ডারী। ফাইল চিত্র।
অঙ্কিতা ভাণ্ডারী হত্যার তদন্ত
উত্তরাখণ্ডে বিজেপি নেতার পুত্রের রিসর্টের রিসেপশনিস্ট অঙ্কিতা ভাণ্ডারীকে হত্যা করা হয়। এই ঘটনায় বিজেপি নেতার পুত্রকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি তদন্ত করতে স্পেশাল ইনভেস্টিগেশন টিম (সিট) তৈরি করা হয়েছে। আজ, সোমবার ওই ঘটনার তদন্তের দিকে নজর থাকবে।
পুজো উদ্বোধনে মুখ্যমন্ত্রী
আজ বিকেল থেকে একাধিক পুজো মণ্ডপ উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিকেল ৩টে নাগাদ কলেজ স্কোয়ারের পুজো তাঁর উদ্বোধন করার কথা। এ ছাড়া মমতা পর পর উদ্বোধন করবেন খিদিরপুর ওয়াটগঞ্জ ২৫ পল্লি, খিদিরপুর ৭৪ পল্লি, বেহালা নতুন দল, বড়িশা, অজেয় সংহতি, ৪১ পল্লী, বোসপুকুর তালবাগান, বোসপুকুর শীতলা মন্দির, আদি বালিগঞ্জ, ২১ পল্লি, গড়িয়াহাট হিন্দুস্থান পার্ক, কালীঘাট মিলন সঙ্ঘের পুজো।
গরু পাচার মামলায় পুলিশ কর্তাকে তলব ইডির
গরু পাচার মামলায় কলকাতা পুলিশের ডিসি (সাউথ) আকাশ মাঘারিয়াকে দিল্লিতে তলব করেছে ইডি। আজ তিনি সেখানে যান কি না, সে দিকে নজর থাকবে।
রাজস্থানে কংগ্রেসের টানাপড়েন
রাজস্থানে গহলৌতের পরবর্তী মুখ্যমন্ত্রী বাছতে তৎপর কংগ্রেস। তারই মধ্যে দলের নেতা শচীন পাইলটকে নিয়ে কংগ্রেসের মধ্যেকার টানাপড়েন শুরু হয়েছে।গহলৌত অনুগামী ৯২ জন বিধায়ক ইস্তফার হুমকি দিয়েছেন। আজ সেখানকার পরিস্থিতির দিকে নজর থাকবে।
ভারত-অস্ট্রেলিয়া টি২০ সিরিজের পর্যালোচনা
রবিবার ভারত-অস্ট্রেলিয়া টি২০ সিরিজ শেষ হয়েছে। সিরিজ জিতেছে ভারত। আজ সেই সিরিজের খেলা পর্যালোচনার পাশাপাশি নজর থাকবে বুধবার থেকে শুরু হবে ভারত-দক্ষিণ আফ্রিকা টি২০ সিরিজ সংক্রান্ত খবরের দিকে।
রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি
গত এক সপ্তাহে রাজ্যে ডেঙ্গিতে সংক্রমিতের সংখ্যা পাঁচ হাজারের ঘরে পৌঁছে গিয়েছে। আক্রান্তের সংখ্যা প্রতি দিনই বাড়ছে। পুজোর আগে এই সংক্রমণ চিন্তা বাড়াচ্ছে সরকারের। আজ সংক্রমণ সংখ্যার দিকে নজর থাকবে।
গ্রাফিক: শৌভিক দেবনাথ।
রাজ্যের আবহাওয়া কেমন?
আজ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায়। উপকূলের কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
ইউক্রেন-যুদ্ধ এবং রাশিয়ায় ক্ষোভের পরিস্থিতি
রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ পরিস্থিতিতে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। এবং রাশিয়ায় মানুষের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। রুশ সেনাদের কঠোর বার্তা দিয়েছে ভ্লাদিমির পুতিনের সরকার। যুদ্ধে যেতে অস্বীকার করলে কিংবা যুদ্ধক্ষেত্র ছেড়ে আত্মসমর্পণ করলে রুশ সৈনিকদের ১০ বছরের কারাবাসের সাজা হতে পারে। এমনই কড়া শাস্তির সিদ্ধান্ত নিয়েছে মস্কো। আজ ওই পরিস্থিতির দিকে নজর থাকবে।
ইরানের হিজাব-বিরোধী আন্দোলন
হিজাব নিয়ে আন্দোলন অব্যাহত রয়েছে ইরানে। বাধ্যতামূলক হিজাব বাতিলের দাবিতে শুরু হওয়া আন্দোলন-সহিংসতায় এখনও উত্তাল গোটা ইরান। বিক্ষোভ দমনে ব্যাপক ধড়পাকড় চালাচ্ছে নিরাপত্তা বাহিনী। বাকস্বাধীনতা ও মানবাধিকার লঙ্ঘন নিয়ে সমালোচনার ঝড় বইছে জাতিসঙ্ঘের অধিবেশনেও। আজ ওই পরিস্থিতির দিকে নজর থাকবে।