মেয়র ফিরহাদ হাকিম। —ফাইল চিত্র।
রাজস্থানে বিধানসভা নির্বাচন
২০০ আসনের বিধানসভা ভোটে রাজস্থান কোন দলকে কুর্সিতে বসাবে তা নির্ধারণ হয়ে যাবে আজ। ৩৮ বছর ধরে ওই রাজ্যে প্রতি পাঁচ বছর অন্তর সেখানে ক্ষমতার রদবদল হয়েছে। সেই রীতি বজায় রেখে এ বার কি কংগ্রেসকে সরিয়ে বিজেপি ক্ষমতায় আসবে? জনমত সমীক্ষা তেমন ইঙ্গিত দিলেও সবসময় জনমত সমীক্ষা প্রকৃত চিত্রের হদিস দিতে সক্ষম হয় না। জনতা জনার্দন কোন দিকে ঝুঁকল তা জানা যাবে আগামী ৩ ডিসেম্বর। ওই দিন রাজস্থান-সহ পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের ফল জানা যাবে।
কলকাতা পুরসভায় অধিবেশন
আজ কলকাতা পুরসভায় রয়েছে ‘টক টু মেয়র’। মেয়র ফিরহাদ হাকিম ফোনে কলকাতার বাসিন্দাদের অভিযোগের কথা শুনবেন। তার পরে রয়েছে পুর অধিবেশন। প্রতি মাসের মাঝামাঝি এই অধিবেশন হয়। কিন্ত এ মাসে কালীপুজো ও দীপাবলির কারণে পুর অধিবেশন হচ্ছে শেষ সপ্তাহে। আজ নজরে থাকবে এই খবর।
আইএসএলে ইস্টবেঙ্গল
আইএসএলে আজ ষষ্ঠ ম্যাচ খেলতে নামছে ইস্টবেঙ্গল। তাদের সামনে চেন্নাইয়িন এফসি। এই ম্যাচ চেন্নাইয়ে। শেষ তিনটি ম্যাচে হেরে লাল-হলুদ এখন পয়েন্ট তালিকায় ১০ নম্বরে। তাদের পাঁচ ম্যাচে ৪ পয়েন্ট। চেন্নাইয়িন রয়েছে সাত নম্বরে। তাদের ছ’ম্যাচে ৬ পয়েন্ট। আজ খেলা শুরু বিকেল সাড়ে ৫টা থেকে। খেলা দেখা যাবে স্পোর্টস ১৮ চ্যানেলে।
গ্রাফিক: শৌভিক দেবনাথ।
ইজ়রায়েল-হামাস যুদ্ধবিরতি
বিলম্বে হলেও ইজ়রায়েল-হামাস যুদ্ধ পরিস্থিতিতে কিছুটা স্বস্তি মিলেছে। শুরু হয়েছে যুদ্ধবিরতি। ৯৬ ঘণ্টার যুদ্ধবিরতিতে ইজ়রায়েলি সেনা গাজ়ার বৃহত্তম হাসপাতাল আল শিফা ছেড়ে চলে গিয়েছে। এরই মধ্যে তাইল্যান্ড জানিয়েছে, তাদের ১২ জন নাগরিককে হামাস মুক্তি দিয়েছে। তাদের রেডক্রসের হাতে তুলে দেওয়া হয়েছে। এই পরিস্থিতির দিকে আমাদের নজর থাকবে।
উত্তরকাশীর পরিস্থিতি
শুক্রবার উত্তরকাশীর সিল্কইয়ারা সুড়ঙ্গে নামা ধসের শেষ প্রান্তে পৌঁছতে পারলেন না উদ্ধারকারীরা। তার আগেই যান্ত্রিক গোলযোগে থমকে গেল গোটা প্রক্রিয়া। ফলে রাতে সুড়ঙ্গের ভিতর আটকে থাকা ৪১ জন শ্রমিককে উদ্ধারের কাজ থমকে যায়। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিংহ ধামী জানান, রাতে উদ্ধারের কাজ ঝুঁকিপূর্ণ। তবে তাঁর আশা, শীঘ্রই শ্রমিকদের উদ্ধার করা যাবে। উদ্ধার কাজের দিকে নজর থাকবে আমাদের।