রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। ফাইল ছবি।
রাহুলের সাংসদ পদ খারিজ পরবর্তী পরিস্থিতি
রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। গুজরাতের সুরতের আদালত সাজা ঘোষণার পরেই যে ভাবে তড়িঘড়ি তাঁর সাংসদ পদ খারিজ করা হয়েছে তা নিয়ে সরব বিরোধীরা। একজোট হয়ে লোকসভার স্পিকারের এই সিদ্ধান্তের নিন্দা করেছে প্রায় সব বিরোধী রাজনৈতিক দল। এই দিনটিকে ‘কালো দিন’ বলে সরব হয়েছে কংগ্রেস। এই অবস্থায় আজ, শনিবার নজর থাকবে এই সংক্রান্ত খবরের দিকে।
ধর্মতলায় কংগ্রেসের বিক্ষোভ সমাবেশ
রাহুল গান্ধীকে মিথ্যা মামলায় অভিযুক্ত করে সাংসদ পদ খারিজ করা হয়েছে— এই দাবি তুলে সরব কংগ্রেস। আজ দেশের নানা প্রান্তে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে তারা। কলকাতার ধর্মতলায় বিক্ষোভ সমাবেশ কর্মসূচির ডাক দিয়েছে পশ্চিমবঙ্গ প্রদেশ যুব কংগ্রেস। দুপুর ১টা নাগাদ এই কর্মসূচিটি হওয়ার কথা। নজর থাকবে এই খবরের দিকে।
আইপিএলের খবর
আগামী সপ্তাহ থেকে শুরু হবে আইপিএল। তার আগে জোরকদমে প্রস্তুতি শুরু করেছে দলগুলি। সদ্য অস্ট্রেলিয়ার সিরিজ সমাপ্ত করে অনেক ক্রিকেটার নিজেদের দলে যোগ দিয়েছে। ইডেন গার্ডেন্সে প্রস্তুতিতে নেমেছে কলকাতা নাইট রাইডার্স। আইপিএল সংক্রান্ত আরও খবরের আজ দিকে নজর থাকবে।
গ্রাফিক: শৌভিক দেবনাথ।
অধরা অমৃতপাল ও পঞ্জাবের পরিস্থিতি
এখনও অধরাই রইলেন পঞ্জাবের খলিস্তানপন্থী নেতা অমৃতপাল সিংহ। পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে বেড়াচ্ছেন তিনি। তাঁর নিশানা পেলেও নাগাল পায়নি পঞ্জাব পুলিশ। সে রাজ্যের পুলিশ সূত্রে খবর, অমৃতপালকে শেষ বার একটি বাইকে চেপে পালাতে দেখা গিয়েছে। তার পর থেকে তিনি নিখোঁজ। কোথাও গা ঢাকা দিয়ে রয়েছেন। এই অবস্থায় অমৃতপালকে ঘিরে নানা রহস্য তৈরি হয়েছে। পঞ্জাব পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী তাঁকে খুঁজছে। আজ এই পরিস্থিতির দিকে নজর থাকবে।
রাজ্যে ঝড়বৃষ্টি হল কি না এবং পূর্বাভাস কী?
শুক্রবার রাজ্যে রোদের তাপ বাড়লেও বৃষ্টির আশঙ্কা রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, দু’এক দিনের মধ্যে উত্তরবঙ্গের আট জেলায় ঝড়বৃষ্টি হতে পারে। বিক্ষিপ্ত বৃষ্টি হবে দক্ষিণের কয়েকটি জেলায়। এই অবস্থায় আজ আবহাওয়া কেমন থাকে তা দেখার।
উচ্চ মাধ্যমিকে একাদশ দিনের পরীক্ষা
আজ উচ্চ মাধ্যমিকের একাদশ দিন। রয়েছে রসায়ন, সংস্কৃত এবং সাংবাদিকতা ও গণমাধ্যম বিষয়ের পরীক্ষা। আগের দিনগুলির মতো কড়া নজরে হবে পরীক্ষা। আজ নজর থাকবে এই পরীক্ষা সংক্রান্ত খবরের দিকে।