News of the Day

সুপ্রভাত, আজ: কী হচ্ছে, কী হবে, নজরে ৮

ত্রিপুরা-সহ তিন রাজ্যে বিধানসভার ফল ঘোষণা। সাগরদিঘি উপনির্বাচনের ফলপ্রকাশ। আদালতে পার্থ, শান্তিপ্রসাদদের হাজির করাবে সিবিআই। রাজ্যে অ্যাডিনোভাইরাস সংক্রমণের পরিস্থিতি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ মার্চ ২০২৩ ০৬:৫১
Share:

বৃহস্পতিবার ত্রিপুরা, নাগাল্যান্ড এবং মেঘালয়ের বিধানসভা নির্বাচনের ভোটগণনা। প্রতীকী ছবি।

তিন রাজ্যে বিধানসভার ফল

Advertisement

আজ, বৃহস্পতিবার ত্রিপুরা, নাগাল্যান্ড এবং মেঘালয়ের বিধানসভা নির্বাচনের ভোটগণনা। সকাল ৮টা থেকে শুরু হবে গণনা। নির্বাচন কমিশন সূত্রে, বেলা ১২টার মধ্যে ভোটের ফল পরিষ্কার হয়ে যাবে। তিন রাজ্যের ভোটগণনার লাইভ আপডেট সকাল থেকেই থাকবে আনন্দবাজার অনলাইনে।

সাগরদিঘি উপনির্বাচনের ফল

Advertisement

গত ২৭ ফেব্রুয়ারি মুর্শিদাবাদের সাগরদিঘিতে উপনির্বাচন হয়েছে। আজ ভোটগণনা। নির্বাচন কমিশন সূত্রে খবর, বৃহস্পতিবার মোট ১৬ রাউন্ডের কাছাকাছি গণনা হবে। সাগরদিঘির ভোটগণনার লাইভ আপডেট সকাল থেকেই থাকবে আনন্দবাজার অনলাইনে।

আদালতে পার্থ, শান্তিপ্রসাদদের হাজির করাবে সিবিআই

স্কুলে নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়-সহ শিক্ষা দফতরের বেশ কয়েক জন আধিকারিককে গ্রেফতার করেছিল সিবিআই। আজ তাঁদের আবার আদালতে হাজির করানো হবে। নজর থাকবে আদালতের পরবর্তী নির্দেশের দিকে।

রাজ্যে অ্যাডিনোভাইরাস সংক্রমণের পরিস্থিতি

অ্যাডিনোভাইরাসের সংক্রমণে রাজ্যের বিভিন্ন হাসপাতালে একের পর এক শিশু মৃত্যুর ঘটনা ঘটছে। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন স্বাস্থ্য দফতর। ইতিমধ্যে অ্যাডিনোভাইরাস প্রতিরোধে তারা নির্দেশিকা প্রকাশ করেছে। অন্য দিকে, এ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধী দল বিজেপি। এই অবস্থায় আজ রাজ্যে অ্যাডিনোভাইরাস সংক্রমণ পরিস্থিতির দিকে নজর থাকবে।

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

বাজেকদমতলায় গঙ্গারতির সূচনায় মমতা

বারাণসীর ধাঁচে এ বার গঙ্গা আরতি হবে কলকাতায়। আজ কলকাতার বাজেকদমতলা ঘাটে এর সূচনা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার পর থেকেই গঙ্গা আরতি শুরু হবে। আজ বিকেল চারটে নাগাদ ১৫ জন পুরোহিতের উপস্থিতিতে শুরু হতে পারে এই গঙ্গা আরতি। নজর থাকবে এই খবরের দিকে।

ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় টেস্টের দ্বিতীয় দিন

আজ ভারত বনাম অস্ট্রেলিয়া তৃতীয় টেস্টের দ্বিতীয় দিন। সকাল সাড়ে ৯টা থেকে খেলাটি শুরু হবে। নজর থাকবে এই খেলার দিকে।

রাজ্যের আবহাওয়া

রাজ্যে তাপমাত্রার পারদ ঊর্ধমুখী। দিনের পাশাপাশি রাতেও বাড়ছে তাপমাত্রা। আবহাওয়া দফতর জানিয়েছে, রোদের তাপ বাড়ছে। গরমে অস্বস্তি বাড়বে। আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। তবে কোথাও কোথাও আকাশ আংশিক মেঘলা থাকবে। আগামী চার-পাঁচ দিন এ রকমই আবহাওয়া থাকবে।

মাধ্যমিকের অঙ্ক পরীক্ষা

গত বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা। আজ পরীক্ষার ষষ্ঠ দিন। অঙ্ক পরীক্ষা রয়েছে আজ। আজ নজর থাকবে এই পরীক্ষার দিকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement