শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন। ফাইল চিত্র।
নরেন্দ্র মোদীর জন্মদিন
আজ, শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন। এই উপলক্ষে বিজেপি দেশ জুড়ে ‘সেবা পক্ষ’ কর্মসূচির ডাক দিয়েছে। এ ছাড়া মোদীর জন্মদিন উপলক্ষে ফুটবল ম্যাচের উদ্বোধন করবেন পশ্চিমবঙ্গ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
আফ্রিকা থেকে চিতা আসবে ভারতে
আজ আফ্রিকার নামিবিয়া থেকে চিতা আনা হবে ভারতে। বিমানে উড়িয়ে নিয়ে আসা হবে আটটি চিতা। মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানে চিতাগুলিকে রাখা হবে। নিজের জন্মদিনের দিন অভয়ারণ্যে সেগুলিকে ছাড়বেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
গ্রাফিক: শৌভিক দেবনাথ।
সিবিআই হেফাজতে পার্থ-কল্যাণময়
স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলায় মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণ গঙ্গোপাধ্যায়কে আগেই গ্রেফতার করেছিল সিবিআই। এ বার এই দুর্নীতির তদন্তে রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় হেফাজতে নিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সিবিআই সূত্রে খবর, তাঁদের মুখোমুখি বসিয়ে জেরা করা হতে পারে। আজ নজর থাকবে এই সংক্রান্ত খবরের দিকে।
নবান্ন অভিযান পরবর্তী ঘটনাপ্রবাহ
তিন দিন কেটে গিয়েছে এখনও বিজেপির নবান্ন অভিযান কর্মসূচি নিয়ে বিতর্ক অব্যাহত। শাসকদল তৃণমূলের অভিযোগ, ওই কর্মসূচিতে সরকারি সম্পত্তি নষ্ট এবং পুলিশকে মারধর করেছে গেরুয়া শিবিরের লোকজন। পাল্টা বিজেপির অভিযোগ, তাদের অনেক নির্দোষ কর্মীকে এখনও আটকে রেখেছে পুলিশ। সব মিলিয়ে নবান্ন অভিযানের পরবর্তী ঘটনা প্রবাহের দিকে আজ নজর থাকবে।
আবহাওয়া কেমন?
শুক্রবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হয়। কোথাও কোথাও ভারী বৃষ্টিও হয়েছে। আবহাওয়া দফতর সূত্রে খবর, আজও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তা হালকা থেকে মাঝারি। বৃষ্টি হবে উত্তরবঙ্গের জেলাগুলিতেও।